![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“The worldly comforts are not for me. I am like a traveler, who takes rest under a tree in the shade and then goes on his way.” –[Tirmidhi]
একটা বিবাহিত মেয়ের জীবনে তার কাছে অবশ্যই বাইরে কাজ করার চেয়ে সংসার গুরুত্বপূর্ণ হওয়া উচিত। তা না হলে এই ভাঙ্গার খেলা রোধ হওয়া সম্ভব না আর এই ভাঙ্গনের ফলে বিষাদ গ্রস্ত এই প্রজন্ম দিয়ে একটি সুস্থ সমাজ গঠনও সম্ভব না।
নিচের লেখাটি এক বোনের ষ্ট্যাটাস থেকে নেয়া -
"একটা বাচ্চা মেয়ে আমাকে বেশ কিছুদিন ধরে মেসেজ পাঠাচ্ছে!! কখনো সে লিখে,আই উইশ সবার আম্মু আপনার মত হত!! কখনো লিখে,আপনি ছেলের পরীক্ষার জন্য ফেবু বন্ধ করে দিলেন,আর আমার এইচএসসি পরীক্ষার মধ্যে আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেল!!
আমি ওকে টুকটাক রিপ্লাই দেই দুঃখের ইমো দিয়ে অথবা উহু আহা করে!!
কিন্তু কাল ওর মেসেজ পেয়ে মনে হলো-ওর আসলে কন্সোলেসন না ভালবাসা, সাপোর্ট, কাউন্সেলিং দরকার!!
সে লিখেছে,ওর মা ওদের দুই ভাই বোন এর সাথে যোগাযোগ করতে চায়,দেখতে চায় ওদের!! কিন্তু ওদের বাবা এতে রাজি নন!!তিনি বলে দিয়েছেন, মায়ের সাথে কোনো সম্পর্ক রাখলে খরচ সব খরচ বন্ধ করে দেবেন!!
মেয়েটা জানতে চেয়েছে,ওর কি করা উচিত?? মার সাথে যোগাযোগ কি রাখবে না??
জানতে চাইলাম-ডিভোর্স টা কেন হলো??বলল- মা মঞ্চে কাজ করা শুরু করেছিল!! বাবা, দাদী, ফুফু কেউ এটা পছন্দ করত না!!
তারা তাকে বাঁধা দিতে শুরু করেছিল,কিন্তু ততদিনে মা স্বাধীন ভাবে ঘোরার স্বাধ পেয়ে গেছে!! তাই সে আর ফেরেনি!!
আমি চোখের পানি আটকাতে পারলাম না!!
আহারে এতটুকু বয়সে ততখানি ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে!!
কি অপরাধ তার??
সে কি এই নিষ্ঠুর পৃথিবীতে জন্ম নেয়ার জন্য বাবা মায়ের পায়ে ধরে কেঁদেছিল??
তার জন্মের দায় দায়িত্ব কি তার নিজের??
তাহলে সে কেন সাফার করবে??
নিজেদের খুশির জন্য সন্তানের ভবিষ্যত নষ্ট করে যেসব প্যারেন্টস,তাদের আসলে বাবা মা হওয়ার অধিকার নেই!!
কেও ইচ্ছে হলেই চলে যাবে,কেও থ্রেট দিয়ে আটকে রাখবে!!এই প্রবৃত্তি বোধহয় পশুদের মধ্যেও খুঁজে পাওয়া যাবে না,কিন্তু আমরা মানুষ রা করি!!
আর আজকাল, ডিভোর্স এর নামে এই শিশু নির্যাতন আশংকাজনক হারে বেড়ে গেছে!!
আমি মনে করি,ততদিন পর্যন্তই একটা মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকে যতদিন সে বাবা মা না হয়!!বাবা মা হয়ে যাওয়ার পরে নো হাঙ্কি পাঙ্কি!!
এই ভদ্রমহিলা আলটিমেটলি কিছুই পাবেন না!!একসময় তাকে অপরাধবোধ তারা করে বেড়াবে,প্রতিমুহুর্তে বাচ্চাদের অভাব বোধ
করবে,অনুশোচনা হবে!!
কিন্তু তখন ফেরার সময় থাকবে না!!কারণ ততদিনে বাচ্চারা তাদের মা কে প্রচন্ড ঘৃনা করবে.................!!
বি:দ্র: জন্ম দিলেই জননী হওয়া যায় কিন্তু মা হতে গেলে মাতৃত্ব থাকা লাগে!!মাতৃত্ব এমন এক জিনিস যার সামনে পৃথিবীর সব কিছু তুচ্ছ হয়ে যায়!! মাতৃত্ব মেয়েদেরকে এত টাই স্বার্থপর করে দেয় যে তারা সন্তানের মুখ আর তাদের সুখ ছাড়া কিছুই ভাবতে পারে না!!শুধু এইরকম "মাতৃত্ব ওয়ালা"মায়েদের কে শুভেচ্ছা আর কৃতজ্ঞতা,কারণ পুরো জগতে মায়ের থেকে শ্রেষ্ঠ আর কিছুই নাই......."
১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৪
আশালিনা আকীফাহ্ বলেছেন: ধন্যবাদ.....
ভালো থাকুন।।
২| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:১১
সুশান্ত হাসান বলেছেন: ভালো বলেছেন,,,,,
১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৮
আশালিনা আকীফাহ্ বলেছেন: ধন্যবাদ....
৩| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৪
আদম_ বলেছেন: ঠিক।
১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৬
আশালিনা আকীফাহ্ বলেছেন: যদি আমরা সবাই বুঝতাম...
ধন্যবাদ ।।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৬
গোলক ধাঁধা বলেছেন: চমৎকার বলেছেন