![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“The worldly comforts are not for me. I am like a traveler, who takes rest under a tree in the shade and then goes on his way.” –[Tirmidhi]
science and technology তে অবদান রাখা অগ্রগামী মহিলাদের নিয়ে দার আল-হিকমা ইউনিভার্সিটি জেদ্দায় ৬ দিনের এক পোষ্টার প্রদর্শনীর আয়োজন করেছে।
লিঙ্কঃ Click This Link
এতে মুসলিম মহিলাদের মাঝে রয়েছেনঃ
১) রুফাইদাহ আল-আসলামিয়া- প্রথম মুসলিম নার্স Click This Link
২) ফাতিমা আল-ফিহরি- পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।
http://en.wikipedia.org/wiki/Fatima_al-Fihri
৩) ইবতেসাম বাধরীস- সৌদি প্রফেসর এবং রিসার্চ সাইন্টিস্ট http://en.wikipedia.org/wiki/Ibtesam_Badhrees
৪) সুতাইতা আল-মাহামালি- ইরাকি গণিতজ্ঞ।
Click This Link
৫) মাহা আশোর-আব্দাল্লাহ - তাত্ত্বিক জ্যোতিঃপদার্থবিজ্ঞান এবং স্পেস প্লাজমা এর প্রফেসর Click This Link
১) রুফাইদাহ আল-আসলামিয়া- প্রথম ইসলামের আবির্ভাবে যখন পৃথিবী একনূতন সভ্যতায় উজ্জীবিত হয়ে তখন মানুষ সুসংগঠিত ছিলনা। সেই মুমূর্ষু সময়টিতে রুফাইদাহ এসে দাঁড়ালেন আর্ত আর দরিদ্রের পাশে। তিনিই প্রথম মুসলিম মহিয়াসী নারী যিনি সেবাপেশা চর্চা করতেন তবে পরম যত্ন আর সেবা নিয়ে। রুফাইদাহ বিনতে সাদ মদিনার আসলাম গোত্রে জন্ম নেন। তাকে রুফাইদাহ আল-আসলামিয়া বলেও সম্বোধন করা হয়। মহানবী (সঃ) হিজরত পূর্বে তিনি জন্ম নেন। তিনি প্রথম মদিনাবাসী মহিলা যিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। আজ থেকে হাজার বছরের আগে একজন সম্ভ্রান্ত মুসলিম মহিলা কিভাবে নিজকে একজন নার্স হিসাবে প্রতিষ্ঠিত করে এই পেশাকে সাহসিকতার সাথে গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন। তা অনুসন্ধান করলে দেখা যায় রুফাইদাহর বাবা সাদ আসলামীয়া একজন দক্ষ চিকিৎসক ছিলেন। বাবাকে সাহায্য করতে করতে এবং নিজের আগ্রহের কারণে তিনি একজন দক্ষ নার্স হয়ে উঠেন। তিনি চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেন। সেই সাথে একজন দক্ষ এবং সমব্যথী নার্সের মধ্যে যা যা গুণ থাকা দরকার সবই তাহাঁর মধ্যে ছিল। তিনি দয়ালু ও সমব্যথী ছিলেন দক্ষ নেত্রী এবং ব্যবস্থাপক। তার নেতৃত্বে সবাই ভালো করতেন। তিনি অন্যান মহিলাদের নার্সিং প্রশিক্ষণ প্রদান করতেন এবং চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো তাদের শিক্ষা দিতেন। সেবা পেশার সূক্ষ্ম বিষয় গুলোনিয়ে তার জ্ঞান ছিলো অসাধারনী যা তিনি অন্যান্য সেবিকাদের ভিতরে ছড়িয়ে দিতেন। তিনি শুধু পেশা চর্চারত নার্সের মত রোগীর সেবা করেই থেমে থাকেননি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রোগের কারণ সমূহ অনুসন্ধান ও গবেষণা করেছেন। তিনি একজন প্রভূত খ্যাতিসম্পন্ন সমাজকর্মী ছিলেন। যখন মদিনায় ইসলামী সম্রাজ্য সুপ্রিতিষ্ঠিত হলো তখন মুসলমান অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য সেবায় নিজেকে তিনি উৎসর্গ করেছিলেন।
Click This Link
২) ফাতিমা মুহাম্মদ আল ফিহরি ছিলেন তিউনিসিয়ার কাইরাওয়ানের একজন আরব মুসলিম নারী। উচ্চশিক্ষার ক্ষেত্রে পৃথিবীর প্রথম ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান স্থাপন করার জন্য তিনি পরিচিত। মরক্কোর ফেজে কারাউইয়িন বিশ্ববিদ্যালয় নামে এই প্রতিষ্ঠান এখনও প্রতিষ্ঠিত রয়েছে http://en.wikipedia.org/wiki/Fatima_al-Fihri
৩) ইবতেসাম বাধরীস সৌদি আরবের জেদ্দায় জন্ম গ্রহণ করেন। ১৯৯০ সালে তিনি কিং আব্দুল আযিয ইউনিভার্সিটি থেকে পদার্থ বিজ্ঞানে ব্যাচেলর ডিগ্রি নেন এবং ১৯৯৭ সালে Fairleigh Dickinson University থেকে মাস্টার্স করেন এবং ২০১১ সালে Particle Physics-এ University of Bern থেকে পিএইচডি করেন।
তিনি প্রথম পিএইচডি অর্জনকারী সৌদি মহিলা যিনি King Abdulaziz City for Science and Technology (KACST)- তে কর্মরত আছেন। তাঁর রিসার্চ এর বিষয়- Experimental Elementary Particle Physics, Astrophysics, Medical Physics and Nuclear Physics. http://en.wikipedia.org/wiki/Ibtesam_Badhrees
৪)মাহা আশোর-আব্দাল্লাহ - তাত্ত্বিক জ্যোতিঃপদার্থবিজ্ঞান এবং স্পেস প্লাজমা এর প্রফেসর। Click This Link
৫) সুতায়তা আল-মাহামালি দশ শতকের দ্বিতীয়ার্ধে বাগদাদে শিক্ষিত পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন বিচারক আবু আব্দাল্লাহ আল-হুসেইন কিতাব ফি আল-ফিকহ, সালাত আল-ইদাইন সহ বিভিন্ন বই এর লেখক। সুতায়তা তাঁর বাবা সহ বিভিন্ন স্কলারের কাছ থেকে শিক্ষা অর্জন করেছিলেন। তিনি এরাবিক লিটারেচার, হাদীস , আইনশাস্ত্র সহ গণিতে বিশেষ করে পাটীগণিতে বিশেষজ্ঞ ছিলেন এবং সেই সময়ে গণিতে তিনি অবদান রেখেছিলেন। Click This Link
২৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২১
আশালিনা আকীফাহ্ বলেছেন: আসসালামু আলাইকুম আপু ...
কেমন আছো ???????
হুম আপু, আমিও আমি মহীয়সী নারীদের দেখে আপ্লুত। তাঁরা কতইনা পরিশ্রম করেছেন!!!
২| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৯
জনতার রায় বলেছেন: বিশ্বের সফলতম নিউরোসায়েন্টিস্ট আফিফা সিদ্দিকা সম্পকে কিছু জানালেন না?
২৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৪
আশালিনা আকীফাহ্ বলেছেন: জি ভাইয়া, আফিয়া সিদ্দিকির কথা মনে হলে আমি চোখের জল আটকাতে পারিনা।
জানিনা এই পোষ্টার প্রদর্শনীতে কেন তাঁর নাম আসেনি!!!
মহান আল্লাহ্ তাঁকে মুক্ত করে দিন, তাঁর জীবন সহজ করে দিন, আমীন।।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৩
শায়মা বলেছেন: আপু তুমি কোথায়?????????????
এই মহীয়সী নারীদের দেখে আমি আপ্লুত।