| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

শাহ আমানত হলে'র ডাইনিং এ বসে দুপুরে ভাত খাচ্ছিলাম। হল ক্যান্টিনের খাবার কুপন মাত্র ২০ টাকা। সাথে লেবুর পিস নিলে ২ টাকা।।
আমার পাশে বসে ভাত খাচ্ছিল দুই বন্ধু। তারা খুব সম্ভব ফার্স্ট ইয়ারে পড়ে। একজনের নাম শামীম, আরেকজন জাহিদ। তো শামীম জাহিদ কে বলছে, "দোস্ত, জীবনে কোন মুভি দেখে কান্না করছিস কখনী? জাহিদ উত্তর দিল- তেরে নাম (সালমান খানের)।।
শামিম হেসে বলল- আমি কখনো মুভি দেখে কাঁদি নাই।।
জাহিদ বলল- তাহলে তুই অনেক ছোট থাকতেই প্রেম কি আসলে 'জিনিষ নাকি বস্তু' এটা বুঝে গেছিলি।। কারণ, অপ্রেমিকরাই কাঁদে, প্রেমিকরা কাঁদেনা।।।
জাহিদ নামের ছেলেটার কথা শুনে হালকা দীর্ঘ শ্বাস নিয়ে খাবার শেষ করলাম। একপিস মুরগী আর ঐতিহাসিক বুটের ডাল।
উল্লেখ্য - ছবিটা হুদাই দিছি।। দুঃখে.....
২|
০৯ ই জুলাই, ২০১৮ রাত ২:৫১
Ashfi Tuhin বলেছেন: আমার তো তাই মনে হয় ভাই। যে একবার প্রেমিক, সে সবসময়ই প্রেমিক।।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৮ রাত ২:৪৭
চাঁদগাজী বলেছেন:
প্রেমিক নামে কি একটা শ্রেণী আছে?
মানুষের মনে ভালোবাসা আসে, সেটা প্রেমে রূপ নিতে পারে; ভালোবাসা হারিয়ে যায়! যাদের ভালোবাসা হারিয়ে যায়, তারা কি প্রেমিক হিসেবেই থেকে যায়?