নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনতে ভালবাসি কিন্তু গান গাইলে সবাই পালায়। প্রেম করি কিন্তু প্রেমিকা নাই। লেখালেখি করি কিন্তু পাঠক নাই। আমি আছি কিন্তু কেউ নাই...

আসিফ বিন হোসেন

পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!

আসিফ বিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

প্রশ্নবোধক চিহ্ন

০১ লা মে, ২০১৬ সকাল ৮:১৪

আমার রুমের উপর দিয়ে যেন বিশাল কোনও টর্নেডো বয়ে গেছে! মাঝে মাঝে আমি নিজে দেখেই অবাক হই, আমার রুম এতটা আগোছালো কেমনে! বিছানা চাদরের ফাঁক দিয়ে তোষকের বিশাল অংশ উঁকি দিচ্ছে, বালিশের অবস্থা এক্কেবারে ল্যাদাভ্যাদা, খাটের উপরে একটা চায়ের কাপ (দুই দিন আগে খেয়েছিলাম), টেবিলের বই গুলো এলোমেলো, কোথাও আমার প্যান্ট ঝুলছে, কোথাও ছেঁড়া সেন্টু গেঞ্জিটা...

এজন্য কেউ আমার রুমে আসতে চায় না। আমার রুমে আসলে নাকি হারিয়ে যাবে সবাই! এটা অবশ্য আমার জন্য খারাপ না। শান্তি মতো লেখালেখি করতে পারি, মুভি, গান, ভিডিও চ্যাট ওইসব তো আছেই। এক কথায় অগোছালো রুমে, সুখী জীবন। কিন্তু এই সুখী জীবন বেশিদিন স্থায়ী হল না।

বাসায় বেড়াতে আসল ছোট খালামনি। উনার আবার দুই মেয়ে। ওই দুইজনের উচ্চতা ছয় ফুট প্লাস। আমার পাশে দাঁড়ালে, আমি যেন পিঁপড়া। দুইজনই আমার সিনিয়র। তবে বড়টা আমাকে দুচোখে দেখতে পারে না, কিন্তু ছোটটা একটু একটু মনে হয় লাইক করে! লক্ষ করি, আমার প্রতিটা অহেতুক জোকস-এ সে খিলখিল করে হাসতেই থাকে! যাইহোক, রাতে থাকার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হল। আমাকে নিক্ষেপ করা হল, ড্রয়িং রুমের ফ্লোরে। এতে অবশ্য আমার কোনও সমস্যা নেই। আর ওই দুই বোনকে পাঠানো হল আমার রুমে!

আমার রুমের অবস্থা দেখে, ওদের কি অবস্থা হবে সেটা ভেবেই আমার গা শিউরে উঠছে! সকালে টুথব্রাশ নিতে গিয়ে আমি স্তম্ভিত! আমার রুমটা দারুণ করে গোছানো! গতরাতে দুই বোন মিলে আমার রুমটা গুছিয়ে, ওরা নিজেদের থাকার যোগ্য করে নিয়েছে। আমি মুগ্ধ হলাম, ওই দুই বোনের উপর।

সব মেয়েরা সম্ভবত এমনই! যেখানে আমার রুমে ঢুকলে মানুষ হারিয়ে যায় সেখানে ওরা কি সুন্দর করে আমার রুম গুছিয়েছে! এমন একটা মেয়েকে পেলেই বিয়ে করে ফেলব, যে আমার রুমটা অন্তত গোছাতে পারবে...

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৬ সকাল ৮:৩২

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: ভাই, দারুন লিখেছেন। +++++++
নারী ছাড়া পুরুষের পথচলায় অপূর্ণতা থেকে যায়। নারী ছাড়া পৃথিবী অচল। তাইতো কবি বলেছেন-
জগতে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.