![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!
অন্ধ থাকা অবস্থায় যে ভালবাসা শুধু হাতের স্পর্শে হয়েছিল। যে ভালবাসায় অন্ধ মেয়েটিকে ওই ছেলেটি হাতের স্পর্শে আর কোমল কন্ঠে প্রতিটি মূহূর্তে সাহায্য করছিল। এই ভালবাসায় মেয়েটি চোখের দৃষ্টি পাওয়ার পর সৃষ্টিকর্তার কাছে বারবার মিনতি করত, যেন সবার আগে ছেলেটির মুখ দেখে।
মেয়েটি একসময় দৃষ্টিশক্তি ফিরে পেল। ছেলের মুখ আর দেখা হল না। ছেলেটি হঠাত্ করে যেন হারিয়ে গেল। ছেলেটিকে খুঁজতে লাগল। একদিন বাসা থেকে বের হওয়ার সময় উপরের তলার কুত্সিত ছেলেটার সাথে মেয়েটা ধাক্কা খায়। সেই ধাক্কায় ছেলেটার হাতের স্পর্শ মেয়েটিকে ব্যাকুল করে তুলে। এই স্পর্শ যেন অনেক দিনের চেনা। ছেলেটা রীতিমতো পালিয়ে যাচ্ছিল। মেয়েটা হাত ধরে জিজ্ঞাসা করল,
-তুমি কি সেই?
ছেলেটি ইতস্তত হয়ে বলল, হ্যাঁ।
কুত্সিত চেহারা ভালবাসা থামাতে পারেনি। মেয়েটা গভীর আবেগ নিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরল। ভালবাসা সবসময় কুত্সিকতাকে ছাপিয়ে যায়।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৬ সকাল ৮:৩৯
দিনাজপুরিয়া বলেছেন: বাহ্ !! চমৎকার তো