![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!
অনার্স ফ্রার্স্ট ইয়ারেই বড় ভাই পালিয়ে বিয়ে করে বউ ঘরে নিয়ে আসল। নতুন বউকে মেনে নেয়া আর না নেয়া আলাদা ব্যাপার, কিন্তু ঘরের সবাই অশিক্ষিতর মতো আচরণ করতে লাগল। মা কেঁদে কেটে অস্থির, যেই ফোন করছে তার কাছেই আহাজারি।
যে মামা-খালার গত দুই বছরে খোঁজ খবর নেই, তারা চলে আসল কাটা ঘায়ে লবণ ছিটাতে। বড় মামাতো বলেই দিলো যে, পরিচিত উকিল দিয়ে ডিভোর্স করিয়ে দিবেন। ছোট মামা পাগলের মতো চিত্কার করে, ভাইয়াকে মেরে হাড্ডি গুঁড়ো করার হুমকি দিচ্ছে। খালারা আম্মার সাথে বসে বসে তালে তাল মিলিয়ে কাঁদছে। আর যাকে নিয়ে এই সমস্যা সে, নতুন বউকে নিয়ে নিজের রুমে ঢুকে বসে আছে।
ডিভোর্স টিভোর্স শেষ পর্যন্ত হয়নি। ভাইয়া ওই তামাশা দেখে, পরের দিনই ঘর ছেড়ে চলে যায়। প্রথম এক মাস এক বন্ধুর বাসায় ছিল। তারপরে কোথায় যেন চাকরি নিয়ে আমাদের পাশের পাড়াতেই বাসা নিল।
একদিন ফুটবল খেলতে গিয়েছিলাম ওই পাড়ায়। খেলা শেষে বাসায় ফেরার পথে ভাইয়ার মুখোমুখি। কিছু বলার সুযোগ না দিয়েই আমাকে জড়িয়ে ধরে বলল,
-"তোকেই খুঁজছিলাম... "
এই বলে আমার হাতে তিনশো টাকা গুঁজে দিয়ে বলল,
-"আমার চাকরির প্রথম মাসের মাইনে, বাসায় গিয়ে আম্মুকে দিস...আমার কথা বলিস না..."
নতুন বউয়ের কথা জিজ্ঞাসা করতে পারলাম না। ওই শেষ কথা বলেই ভাইয়া হন্তদন্ত হয়ে চলে গেল। আমি খানিকটা বিব্রত, অপ্রস্তুত, অবাক হয়ে হাতে তিনশো টাকা নিয়ে ভাইয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম...
২| ০২ রা জুন, ২০১৬ রাত ১০:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: মা-বাপের অনেক অাশা থাকে সন্তানকে নিয়ে! সন্তান যখন আশার সলিলসমাধি ঘটায়, তাঁরা কষ্ট পান; পাওয়াটাই স্বাভাবিক । কিন্তু যেটা ঘটে গেছে, সেটা তো অার এড়ানো সম্ভব না! অনেক মা-বাপ এ ক্ষেত্রে মূর্খের মত আচরণ করেন, পুত্র-পুত্রবধুকে সারাজীবনই যন্ত্রণা দেন ।
০৩ রা জুন, ২০১৬ রাত ১২:১৫
আসিফ বিন হোসেন বলেছেন: সহমত কিন্তু সব পিতা মাতার চিন্তা ভাবনা একই না
৩| ০২ রা জুন, ২০১৬ রাত ১১:১২
সুমন কর বলেছেন: আরো একটু হলে মন্দ হতো না....
০৩ রা জুন, ২০১৬ রাত ১২:১৪
আসিফ বিন হোসেন বলেছেন: একটুর মধ্যে অনেকখানি জানাতে চেয়েছিলাম
৪| ০২ রা জুন, ২০১৬ রাত ১১:২৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: সুমনের সাথে সহমত।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৬ রাত ৯:৫৮
সোজোন বাদিয়া বলেছেন: হুঁ ভাল লেগেছে। আপনার ভাইয়াকে আমার সালাম দেবেন। ভাল থাকুন।