![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!
এক রাতে আমাকে একজন অপরিচিত ভদ্রলোক ফোন দিয়ে বলল, "আমি জ্বীনের বাদশা, এখনই আমার ফোনে একশো টাকা না ঢুকালে তোকে জ্বীন আছর করবে.. "
আমি আমার বিকাশ একাউন্ট দিয়ে বেচারাকে একশো টাকা রি-চার্জ করে দেই! না, আমি বোকা নই, ভয়ও পাই নাই।
আমি মানুষ চিনতে জানি। মানুষের সিচুয়েশন বুঝতে জানি।
যে আমাকে ফোন দিয়েছিল। সে একটা সনামধন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার ফোন নম্বর ফেসবুকে সার্চ দিয়ে জানতে পারি। কি সুন্দর ডি এস এল আর দিয়ে তোলা ফকফকে প্রোফাইল পিকচার।
ওই ছেলেটা আসলে রাতে প্রেমিকার সাথে কথা বলছিল। ব্যালেন্স শেষ। এমারজেন্সি ব্যালেন্স নিয়ে বেচারা সাহায্যের জন্য, একটা আন্দাজে নম্বরে ফোন দিল। কেন জানতো, ফোন নম্বরটা আমারই হবে!
০৩ রা জুন, ২০১৬ সকাল ১০:৪৫
আসিফ বিন হোসেন বলেছেন: ভালোবাসা রইল ❤❤
২| ০৩ রা জুন, ২০১৬ সকাল ১১:০১
আহলান বলেছেন: জ্বীন্দের আজকাল ট্যকা পয়সাও লাগে?
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৬ সকাল ১০:১৩
শায়মা বলেছেন: আহালে ভাইয়া!!!!!!!!!
প্রেমিকাদের সাথে কথা বলতে গিয়ে তাদের টাকা ফুরিয়ে যায়। আর প্রেমিক- প্রেমিকাদের কি আর কথা বলার সময় হুশ থাকে যে কতক্ষণ কথা হলো? প্রেমালাপের সাথে কি টাকার তুলনা করা চলে বলো???

জ্বীনের বাদশা আমাকেও ফোন দিয়েদিলো। আমি ঘুম ভেঙ্গে উঠে ভয় পেলামই না ( যদিও জ্বীন, ভুত আমি মাঝে মাঝে অনেক আর মাঝে মাঝে একটু একটু ভয় পাই) তাও আবার মেজাজটাই সেই পাগল খারাপ হয়ে গেলো । মাথায় ছিলো ও আমাকে ঠকাতে চাস!
খেপে গিয়ে টাকা না পাঠিয়ে আরও বলে দিলাম যা যা জ্বীন পাঠা দেখি ....... ....... .......
বাট আজকে বুঝতে পারছি এই জ্বীনরা আসলে প্রেমিক জ্বীন।
যাইহোক তোমার ঘটনা জেনে যেমনি মজা পেলাম আর তুমি এত্ত ভালো হৃদয়ের জেনে একটু অবাকও হলাম ভালোও লাগলো অনেক অনেক লেখাটা আর তোমার ভাবনাটাও।
অনেক অনেক ভালো থেকো ভাইয়ামনি!