![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!
আমি তখন তার বন্ধু ছিলাম। আমি ছিলাম অভিনেতা দি গ্রেট আসিফ পিট, কিংবা মর্গান আসিফম্যান। কারণ, আমি কখনও তাকে বুঝতে দেইনি যে আমি তাকে ভালোবাসি। কিন্তু তাকে কোম্পানি দিয়েছি প্রতিটা কাজে, তার শেয়ার করা প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনেছি, সমাধান দিয়েছি।
সে ভালোবাসে অন্য কাউকে, ভালোবাসার মানুষ খোঁজা হিসেবে সে যে কাঁচা সে বরাবরই প্রমাণ করল। কারণ ওই ছেলে কখনওই তার হবার নয়। ছেলেটার যে দোষ দিব, তাও পারিনা। কারণ, ছেলেটা লং রিলেশনশিপে বিশ্বাসী নয়। সব মানুষ তো এক নারে ভাই।
একদিন সে তার কষ্ট গুলো আমাকে শেয়ার করছে। আমি তাকে কনসল করে যাচ্ছি। কিন্তু আমার ভেতর কতটুকু রক্তাক্ত ছিল তা কখনও বুঝতে দেইনি। তার মতে আমি কখনও কাউকে ভালোবাসিনি, তো অন্যের ভালোবাসা বুঝবো কিভাবে?
হ্যাঁ তাই ঠিক, আমি কখনও কাউকে ভালোবাসিনি-বলে চুপ হয়ে যাই...
সে সিদ্ধান্ত নেয়, সে সারা জীবন ওই ছেলের জন্য অপেক্ষা করবে। আমাকে বেশ কিছুক্ষণ টিপস্ দিল কিভাবে ভালোবাসতে হয়। আমি তখনও কিছু বলিনি। সে ওই ছেলের জন্য অপেক্ষা করছে, আমি তার জন্য অপেক্ষা করছি, আমার জন্যও হয়তো অন্য কেউ অপেক্ষা করছে। এই অপেক্ষা বজায় থাকুক....
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৬ দুপুর ২:৩২
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: প্রথম ভালোলাগা নাকি? ঝেড়ে কাশেন ভাই। আওয়াজ না দিলে কেউ কখনো বুঝতে নাও পারে। আর এই জানানোর ব্যাপারটা এখনই হোক, নাহলে কখনোই হবে না।