![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!
লাইব্রেরিতে সময় কাটানো কিংবা ছোটবেলায় গল্পের বইয়ের আশেপাশে থাকা মেয়ে গুলো সবসময়ই ভালোবাস তে জানে। মিছেমিছি ভালোবাসা নয়, সত্যিকারের অনুভূতিওয়ালা ভালোবাসা। ভালোবাসার উপন্যাস পড়ে যে তারা ভালোবাসা শেখে তা না, তারা ইকোনমিক্সের বই পড়েও ভালোবাসা শেখে।
ক্যাম্পাসে সিগারেটের ধোঁয়াহীন, পাঞ্জাবী পরা একমাত্র কবি, জহির ভাই। সাবজেক্ট বাংলা সাহিত্য। যে ভালোবাসে সে হল পাক্কা ইকোনমিক্সের ছাত্রী, জুঁই আপু। পরিচয়, ভালোবাসা সবই লাইব্রেরিতেই। জহির ভাইয়ের খোঁজ থাকে সমরেশের কিংবা সুনীলের বই আর জুঁই আপুর খোঁজ থাকে মাইক লুথার কিংবা ডেভিড গ্রামবেরির ইকোনমিক্স নিয়ে লেখা মোটা বই গুলো।
তাদের ভালোবাসাটা বাংলা সিনেমার মতো বই নিতে গিয়ে ধাক্কা খেয়ে হয়নি। হয়নি আড়চোখে চোখাচোখি হয়ে। কেমন করে জানি হয়ে গিয়েছে। কেউ কাউকে কখনও ভালোবাসার কথাও বলেনি। জিজ্ঞাসা করলে বলে, বইয়ের আশেপাশে থাকলে সানন্দে সবাইকে ভালোবাসা যায়...
ভালোবাসার মানুষকে মাঝে মধ্যে বই উপহার দেওয়া উচিত। ভালোবাসার উপন্যাসের হোক কিংবা ইকোনমিক্সের...
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৭
বিজন রয় বলেছেন: ভালোবাসার মানুষকে মাঝে মধ্যে বই উপহার দেওয়া উচিত।
সহমত।