![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!
জীবনে বিষণ্ণ হওয়া কত মানুষ কেবল আকাশ দিকে এক দৃষ্টিতে অল্প কিছুক্ষণ তাকিয়ে বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজে পেয়েছে। এ এক আশ্চর্য রহস্যময়ী ক্ষমতা আকাশের। ওই বিস্তৃত আকাশে মেঘের, কখনও কখনও পাখি আর উড়োজাহাজের ছুটে চলা। চাইলেই ওই বিস্তৃত আকাশের যেকোনো দিকে তাকানো যায়। আকাশের রংধনু দেখতে টিকিটও লাগে না।
রাতের আকাশে চাঁদ তারা বাড়তি সৌন্দর্য কিন্তু মধ্য দুপুরে সূর্যের সাথে মেঘের লুকোচুরি প্রকাশ্যে তাদের ভালোবাসার প্রকাশ ঘটায়।
আকাশের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে কেবল মেঘের ছুটে চলা দেখিনি! আজ দেখেছি নিজের প্রতিচ্ছবি ওই আকাশে মেঘের ভাঁজে। আজ দেখেছি সূর্যের সাথে মেঘের শেষ চুম্বনে সন্ধ্যার আগমন। আজ দেখেছি আকাশের মাঝে আমার এক নতুন উপন্যাস।
আজ আমি "হা" করে তাকিয়ে কেবল আকাশ দেখেছি। সত্যিকারে আজ আমার মনে বিন্দুমাত্র হতাশা নেই। কষ্ট দূর করার জন্য আকাশের ওই আশ্চর্য রহস্যময়ী ক্ষমতা আছে যে!
বিশ্বাস না হলে, কাল বিকেলে ওই বিস্তৃত আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে বলব তোমাকে...
❤
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৬ রাত ৯:২৯
ঘটক কাজী সাহেব বলেছেন: কষ্ট দূর করার জন্য আকাশের ওই আশ্চর্য রহস্যময়ী ক্ষমতা আছে যে!