![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!
রাজীব প্রায়ই আমাকে তার বিভিন্ন সমস্যার কথা বলে, আমি নাকি সমস্যার খুব ভালো সমাধান দিতে পারি! এজন্য সে মাঝে মাঝে আমাকে ডেকে তার কথা গুলো বলে।
শেষবার যখন ডেকেছিল, তখন ভীষণ বৃষ্টি হচ্ছিল। ইতালি যাওয়ার কিছু দিন আগে। বন্ধু দেশের বাইরে চলে যাচ্ছে, তাই শেষবার দেখা করা উচিত ভেবে বৃষ্টি উপেক্ষা করেও গেলাম তার সাথে করতে। আমাদের আড্ডা চিরচেনা কলোনির মাঠের পিছনের বসার জায়গা।
বসার জায়গাটা বৃষ্টির পানিতে ভিজে। দাঁড়িয়ে রয়েছি আমরা। হঠাত্ রাজীব একটা সিগারেট ধরালো। ও জানে আমি সিগারেট অপছন্দ করি, তাই আর আমাকে সাধলো না। সে সিগারেট খেতে খেতে আমার সাথে কথা বলছে। ইতালিতে গিয়ে কোথায় পড়বে, কোথায় থাকবে ইত্যাদি ইত্যাদি। অফ টপিকে রাজীব বলল,"জানিস এই সিগারেট হল আমার জীবন..."
আমি ভীষণ অবাক হলাম! সামান্য সিগারেট কিভাবে একটা মানুষের জীবন হতে পারে?
আমি ভীষণ উপহাস করে বললাম,"আমার জীবন কী তুই দেখবি?"
রাজীব মাথা নেড়ে সম্মতি দিল। আমি প্যান্টের পেকেট থেকে স্মার্ট ফোনটা বের করে তার লক স্ক্রিনে থাকা আমার ফ্যামিলি ফটোটা দেখালাম আর বললাম," এরা আমার জীবন! নিজের জীবন বড় কিছু বানা! সামান্য সিগারেটকে নিজের জীবন বলে, জীবনের অসম্মান করিস না..."
রাজীব আর কিছু বলল না। কারণ সে জানে, তর্কে আমার সাথে সে পারবে না। কিছুক্ষণ নিশ্চুপ থেকে রাজীব এক গাল হেসে বলল,"তাহলে নীলিমা তোর জীবন না? ওকেও তো ভালোবাসিস!
এই কথাটা ওই সিরিয়াস মুডটাকে গলিয়ে দিল। আমিও হেসে বললাম,"নীলিমা এখনও আমার ফ্যামিলি ফটোতে আসেনি...বিয়ের পরে লিগ্যালি সেও আমার জীবন হয়ে যাবে...!"
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: শেষ হয়েও হইল না শেষ
আরও দিলে খারাপ হত না