নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনতে ভালবাসি কিন্তু গান গাইলে সবাই পালায়। প্রেম করি কিন্তু প্রেমিকা নাই। লেখালেখি করি কিন্তু পাঠক নাই। আমি আছি কিন্তু কেউ নাই...

আসিফ বিন হোসেন

পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!

আসিফ বিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য কিছু কথা, তোমাকে উপদেশ দেওয়ার সাধ্য আমার নেই

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩০

সবাই তোমাকে ভালোবাসে, এটা তোমার ভুল ধারণা। কেউ তোমাকে ভালোবাসেনা, এটাও তোমার ভুল ধারণা।
.
কিছু মানুষ তোমাকে ঘৃণা করে, তুমি হয়তো ঘৃণা করার মতো কিছু করনি। কিছু মানুষ তোমাকে নিয়ে ভীষণ ঈর্ষান্বিত, কিন্তু তুমি জানোই না যে সে তোমাকে কেন ঈর্ষা করে।
.
তুমি চাও সবার কাছে ভালো থাকতে, কিন্তু একসঙ্গে সবাইকে খুশি রাখা যায়? একজনকে খুশি করতে গিয়ে দেখা যায় অন্য একটা মানুষকে তুমি কষ্ট দিয়ে ফেললে!
.
সবাই একরকম না। তুমি আলাদা। আমিও আলাদা। পৃথিবীর সাতশো কোটি মানুষ আলাদা। তাই যেকোনো একজনের সাথে আমার তুলনা করে আমার সম্পর্কে ধারণা নিতে পারো না তুমি।
.
আমি যাদের ঈর্ষা করি, যাদের ঘৃণা করি। তুমি হয়তো তাদের পছন্দ করো।

.
আমিও কারও কাছে ঘৃণিত। কারও কাছে ঈর্ষান্বিত। তার মানে এই না, আমি ভালোবাসার অযোগ্য। তোমার ক্ষেত্রেও তা।
.

যে মানুষটাকে দশজন খারাপ বলছে, তুমি তাকে ভালো বলতেই পারো। কিন্তু তুমি যাকে খারাপ বলছো, তাকে দশজন ভালোও বলতে পারে। দৃষ্টিভঙ্গি।
কিন্তু একটা মানুষকে কেন দশজন খারাপ কিংবা ভালো বলছে, তার অনুসন্ধান করা হয়তো তোমার জন্য কল্যাণকর..

.

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৭

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!!!

একদম খাঁটি কথা!!!!!!

ঠিক ঠিক জগতে কি সবার ভালোবাসা পাওয়া যায়? তবুও মানুষ তাহার আশায় ছোটে!:(

২| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৯

মহসিন ৩১ বলেছেন: " ...... সবাই একরকম না। তুমি আলাদা। আমিও আলাদা। পৃথিবীর সাতশো কোটি মানুষ আলাদা। তাই যেকোনো একজনের সাথে আমার তুলনা করে আমার সম্পর্কে ধারণা নিতে পারো না তুমি।......... "

কথাগুলি কোন এক মাত্রায় গেলে সত্যি !!!! ...... কিন্তু আপনি কি সত্য সত্যই জানেন যে এই আপাত সামান্য কথাগুলি কতটা বিভেদ আর মাত্রাছাড়ান অসভ্যতার জন্মদায়ক পিটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.