নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনতে ভালবাসি কিন্তু গান গাইলে সবাই পালায়। প্রেম করি কিন্তু প্রেমিকা নাই। লেখালেখি করি কিন্তু পাঠক নাই। আমি আছি কিন্তু কেউ নাই...

আসিফ বিন হোসেন

পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!

আসিফ বিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

বাস্তবিক ভালোবাসা

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

আসলে সিনেমার মতো সমুদ্র পাড়ে দাঁড়িয়ে দুজন দুজনার চোখের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রোমেন্স হয়? একটা মানুষের চোখে সর্বোচ্চ কতক্ষণ তাকানো যায়? সিনেমার বিহাইন্ড দ্যা সিন গুলোর কথা কেউ ভাবে না। সবাই মনে করে রোমেন্স মানেই সিনেমার ওই অভিনয় করা দৃশ্য গুলোর মতো!

বাস্তবে একটা মানুষের চোখে সিনেমার মতো এতক্ষণ তাকানো যায় না। আবার অনেকে বিরক্ত হয় চোখের দিকে তাকালে। ভালোবাসা আর রোমেন্সের ডেফিনেশন আলাদা এই বাস্তব জীবনে।

ভালোবাসার মানুষটার সাথে সবসময় খারাপ ব্যবহার করে, কিছু মূহুর্তের জন্য ওই অন্ধকার ঘরে পরস্পরকে চুম্বন করাকে রোমেন্স বল?
তাহলে আমার প্রশ্নের উত্তর দাও, ভালোবাসা আর রোমেন্স কেবল ওই মূহুর্ত গুলোই? ভালোবাসার দৈর্ঘ্য এতটুকু সময়? তাহলে তোমার ভালোবাসা, অভিনয় করা ওই সিনেমা গুলোর মতো?

এবার আমি বলি,
ভালোবাসা আর রোমেন্স হল পরস্পরকে সম্মান করা, রাস্তায় সিন ক্রিয়েট করা না। ভালোবাসা হল সবসময় সাথের মানুষটাকে একা মনে হতে না দেওয়া, ফোন বন্ধ করে কষ্ট দেওয়া না। ভালোবাসা হল ভালোবাসার মানুষটার সাথে সবসময় ভালো করে কথা বলা। রোমেন্স হল, যে মূহুর্তে থেকে একটা সম্পর্ক শুরু হয় সেই মূহুর্ত থেকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসার মানুষটাকে আগলে রাখা। হ্যাঁ ভালোবাসার দৈর্ঘ্য এত্ত বড় বাস্তব জীবনে..!

সিনেমা দেখে ভালোবাসতে যাওয়া বোকামি। বাস্তব জীবনে ভালোবাসার মানুষটাকে বোঝাই অনেক...

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৮

অশ্রুকারিগর বলেছেন: সুন্দর লিখেছেন।

২| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:১৭

গেম চেঞ্জার বলেছেন: একদম সত্যি কথা!!! কিন্তু এই ব্যক্তি-গুরুত্বপুর্ণ বিষয়ে সচেতন থাকে না কেউ!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.