নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনতে ভালবাসি কিন্তু গান গাইলে সবাই পালায়। প্রেম করি কিন্তু প্রেমিকা নাই। লেখালেখি করি কিন্তু পাঠক নাই। আমি আছি কিন্তু কেউ নাই...

আসিফ বিন হোসেন

পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!

আসিফ বিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত তাকানো

২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৩

মাঝে মাঝে আপনি লক্ষ করেন যে, রাস্তাঘাটে কিছু অপরিচিত মানুষ আপনার দিকে ভীষণ অদ্ভুত ভাবে তাকিয়ে আছে! যদি আপনি মেয়ে হন, তাহলে আপনার মানে হতেই পারে যে ওই অদ্ভুত ভাবে তাকিয়ে থাকা মানুষটা আপনার সৌন্দর্যে মোহিত হয়ে গিয়েছে! কিন্তু আসলে তো তা নয়!

আসলে ঘটনা ঘটে কী, ওই অদ্ভুত ভাবে তাকিয়ে থাকা মানুষটা ভীষণ কনফিউশনে থাকে। আপনাকে কোথায় যেন দেখেছে বলে মনে হয় তার। কিংবা তার কোনও ভীষণ পরিচিত মানুষের সাথে আপনার চেহারার সাথে অদ্ভুত মিল হওয়ায়, সেই মানুষটা আপনার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে যাচাই করার চেষ্টা করছে যে, আপনি কি সেই অতি পরিচিত মানুষ কিনা!

আপনি যদি মেয়ে হন, তাহলে আপনার মনে হতেই পারে, আমি কিভাবে এত কিছু জানি! আসলে হয়েছে কি, আজ এরকমই অদ্ভুত ভাবে তাকানোর শিকার হই আমি! যেহেতু আমি ছেলে, তাই ওই ছেলের কাছে জিজ্ঞাসা করলাম যে, ভাই আমি তো মেয়ে না! এভাবে তাকিয়ে আছেন কেন? রূপ কী বেয়ে বেয়ে পড়তেছে?
ছেলেটা থতমত খেয়ে বলল, ভাই আসলে আপনার চেহারা আমার ফুফাতো বোনের মতো, তাই অবাক হলাম..
আমি রীতিমতো শক খেলাম! আমি আর কিছু বলিনি ছেলেটাকে। মনে মনে বললাম, আমার মতো দেখতে মেয়ে? তাহলে বড় জঘন্য দেখতে সে...

তার পরক্ষণেই একটা মেয়ে আমার অদ্ভুত ভাবে তাকানো শিকার হল! তার চেহারা অনেকটা আমার এক এক্স প্রেমিকার মতো! আপনিও হয়তো কোথাও না কোথাও কোনও মানুষের দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে ছিলেন। কেউ যদি আপনার দিকে ওভাবে তাকায়, তাহলে আলগা ভাব নেয়ার দরকার নাই...

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩১

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: আর নেব না।

২| ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৮

শায়মা বলেছেন: ওই ছেলের কাছে জিজ্ঞাসা করলাম যে, ভাই আমি তো মেয়ে না! এভাবে তাকিয়ে আছেন কেন? রূপ কী বেয়ে বেয়ে পড়তেছে?
ছেলেটা থতমত খেয়ে বলল, ভাই আসলে আপনার চেহারা আমার ফুফাতো বোনের মতো, তাই অবাক হলাম..
আমি রীতিমতো শক খেলাম! আমি আর কিছু বলানি ছেলেটাকে। মনে মনে বললাম, আমার মতো দেখতে মেয়ে? তাহলে বড় জঘন্য দেখতে সে...


হা হা হা

:P

ভাইয়া প্রফাইলে কি তোমার ছবি?

২১ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৮

আসিফ বিন হোসেন বলেছেন: হ্যাঁ আপু :)

৩| ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৯

জাহাজী বলেছেন: হাহাহা

তবে তাকানোর মাঝেও পার্থক্য থাকে। একজন টিজারের তাকানো আর পরিচিত জনের তাকানো অবশ্যই একটা বড় ধরনের তফাৎ আছে। এটা দেখলই বোঝা উচিত।

৪| ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.