নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনতে ভালবাসি কিন্তু গান গাইলে সবাই পালায়। প্রেম করি কিন্তু প্রেমিকা নাই। লেখালেখি করি কিন্তু পাঠক নাই। আমি আছি কিন্তু কেউ নাই...

আসিফ বিন হোসেন

পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!

আসিফ বিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

ঠোঁটে আলতো করে কামড়

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৩৫

লাইট অফ করে, ঘর অন্ধকার করে দিলাম। বউয়ের সাথে মুভি দেখার জন্য এই হালকা আবছা অন্ধকার আবহাওয়াটা বেস্ট। রেশমি কি সুন্দর সেজেছে, আবছা অন্ধকার যেন তাকে আরও সুন্দর করে তুলেছে, আর লাল শাড়ির সাথে লাল টিপটা দারুণ মানিয়েছে। রেশমি আমার সঙ্গে খাটের পাশের ফ্লোরে এসে বসে পড়ল।

রোমান্টিক সিনেমা হওয়া উচিত। পুরোনো হলে তো কথাই নেই। শেষমেশ "দ্যা নোটবুক"। ইংলিশ ক্লাসিক রোমান্টিক মুভি গুলো ফ্যামিলি নিয়ে দেখা যায় না। হয় একা একা নয়তো, একটা বিয়ে করে নিতে হবে। একা একা সিনেমাটা বহুবার দেখেছি।

সিনেমার চুমুর দৃশ্যটা পরিবেশ চেঞ্জ করে দিল। রেশমা তার মাথা আমার কাঁধে রাখল। আমিও আমার হাত বাড়িয়ে নিয়ে ওর কথা কাঁধে রাখলাম হাত। সিনেমা এখনও শেষ হয়নি। আমি এখন আর সিনেমা দেখছি না, দুচোখে ভরে রেশমাকে দেখছি। টিভির ওই ঝলমলে আলোয় কি দারুণ সুন্দর লাগছে তাকে!

সিনেমা এখনও অনেক দূর বাকি। রেশমা এক পর্যায়ে উঠে গিয়ে টিভিটা বন্ধ করে দিল! কি হল? অবাক হয়ে আমিও উঠে দাঁড়ালাম। কিছু বলার সুযোগ না দিয়েই রেশমা আমার ঠোঁট আলতো করে কামড়ে ধরল...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: how লুমান্তিক। ;)

২| ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৩

অশ্রুকারিগর বলেছেন: তারপরে কি হল ? ঠোঁট কেটে কি রক্ত বের হল ? আহারে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.