নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনতে ভালবাসি কিন্তু গান গাইলে সবাই পালায়। প্রেম করি কিন্তু প্রেমিকা নাই। লেখালেখি করি কিন্তু পাঠক নাই। আমি আছি কিন্তু কেউ নাই...

আসিফ বিন হোসেন

পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!

আসিফ বিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

এটি শুধুমাত্র বিনোদনের জন্য লেখা -চায়না মেয়ে

২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৭:১২

বিবাহ জীবনে সুখী হওয়ার জন্য সুদূর চায়না মেয়ের চেয়ে, আপাতত কোনও দেশের রমণী চোখে পড়ছে না। কাশ্মীর কিংবা ইরানি মেয়েও না! বিয়ের জন্য চায়না মেয়ে বেস্ট, এটা প্রমাণ করছি...

বিবাহ জীবনে সুখী হওয়ার জন্য প্রয়োজন হল, স্বামীর সবসময় চুপচাপ থাকা। স্ত্রীর সকল কথা নীরবে সহ্য করে যাওয়া। তবে মাঝে মাঝে, স্ত্রী এমন সব অবদার করে কিংবা এমন সব কথা বলে যে, স্বামীর মাথা হেঁট হয়ে যায়। তখন বোবা স্বামীও কথা বলতে বাধ্য হয়! এবং লেগে যায় ঝগড়া। স্ত্রী চলে যায় বাপের বাড়ি। পরিশেষে আপনার বিবাহ জীবন কেবল অশান্তিময়..

চায়না মেয়ে বিয়ে করার এখানেই সুবিধা! সারাদিন বকর বকর করলেও, আপনি তার কথার আগা মাথা কিছু বুঝবেন না। যখন আপনি কথার কিছু বুঝছেনই না, সেখানে ঝগড়া হওয়ার কোনও প্রশ্নই আসে। চায়না স্ত্রীর কথা গুলো আপনার কাছে, পাখির কিচিরমিচির মনে হতে পারে। উপভোগ করুণ এই কিচিরমিচির শব্দ এবং সুখী বিবাহ জীবন...

এখন অনেকে প্রশ্ন করবে, চায়না মেয়েই কেন? ইরানি কিংবা অন্য কোনও দেশের মেয়ে কেন নয়?
তাদের উদ্দেশ্যে বলছি, বাংলায় ব্যবহৃত বহু শব্দ বিদেশি শব্দ থেকে আগত। বউ যদি এমন কোনও দেশের হয়, যেখান হতে শব্দ বাংলায় এসেছে, তাহলে ভুলে ভালে ওই বউয়ের কিছু কথা আপনি বুঝে যেতে পারেন এবং ঝগড়া লেগে যেতে পারে। একমাত্র চায়না থেকে বাংলায় কোনও শব্দ আসে! তাই চায়না মেয়ে বিয়ে করুণ, সুখী থাকুন...

এত বড় একটা আজাইরা সময় নষ্ট লেকচারের পরে, একখানা গানের দুইটি লাইন মনে পড়ে গেল, "চায়না (দ্যা রিপাবলিক চায়না) মেয়ে তুমি অন্য কারও হওওও, পাবে না কেউ তোমাকে.... "

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৭:২৬

চাঁদগাজী বলেছেন:



হুমায়ুন আহমেদের চেয়েও ভালো লিখেছেন, হয়তো। নাকি ভুল বলতেছি; আবার পড়লাম, এবার কেমন আবোল তাবোল লাগছে; যাকগে, কিছু একটা তো লিখেছেন।

২| ২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০৬

সিলা বলেছেন: আপনার মাথায় এত বুদ্ধি জায়গা হয় কিভাবে তা ভেবে আমি অবাক হয়ে জাচ্ছি!!!

৩| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫১

নূর আলম হিরণ বলেছেন: একমাত্র চায়না থেকে বাংলা ভাষায় কোন শব্দ আসে নাই!!! উনাকে "চিনি" বেশি দিয়ে এক কাপ "চা " দেওয়া হোক!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.