![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!
কৈশোরে পদার্পণে মনে হয়েছিল, শৈশবের সময়টা আমার জীবনের সবচেয়ে বেস্ট সময়। আমি জানি, যখন একজন প্রাপ্ত বয়স্ক যুবক হব, তখন মনে হবে আমার জীবনের সেরা মূহুর্ত গুলো তৈরি হয়েছে কৈশোরে। বৃদ্ধ হওয়ার পরে মনে হবে, যে আমি যুবক থাকা অবস্থায় নিজের কর্মক্ষেত্রের কাজ আর সাংসারিক জীবনকে জাহান্নামের সাথে তুলনা করতাম, সেই আমি আজ সেই কর্ম ব্যস্ততাকে ভীষণ মিস করছি।
আসলে আমাদের জীবনের প্রতিটা মূহুর্তই বেস্ট! আমাদের দৈনন্দিন কাজ গুলোর মধ্যেই এই সুখ-আনন্দ লুকিয়ে থাকে। আনন্দ লুকিয়ে থাকে, বিগত দিনের ভুল গুলোতে। ছোট কালের টক-মিষ্টি-ঝাল লজেন্স থেকে শুরু করে, বৃদ্ধ হওয়ার পরে নাতি-নাতনির কোলাহল। প্রতিটা সময়ই আলাদা আলাদা তাত্পর্য আছে।
ভবিষ্যত্-এর কথা ভাবতে হবে, কিন্তু এই ছোট ছোট মূহুর্ত গুলো বেঁচে।
২| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৩
মোটা ফ্রেমের চশমা বলেছেন: চমৎকার ভাবে প্রকাশ করেছেন।
৩| ০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
ক্লে ডল বলেছেন: আশাবাদী কথামালা!! খুব ভাল লাগল!
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৯
ফেরদৌসা রুহী বলেছেন: আমার কাছেও তাই মনে হয়।
আপনার পোস্টের সাথে একমত।