নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনতে ভালবাসি কিন্তু গান গাইলে সবাই পালায়। প্রেম করি কিন্তু প্রেমিকা নাই। লেখালেখি করি কিন্তু পাঠক নাই। আমি আছি কিন্তু কেউ নাই...

আসিফ বিন হোসেন

পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!

আসিফ বিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

কালো মেয়ে

২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০২

কালো মেয়েদের চেহারায় একটা অদ্ভুত ধরনের মায়া সৃষ্টিকর্তা দিয়ে দেন। এই মায়াটা সবাই খুঁজতে পারে না। যারা একবার খুঁজে পায়, তারা আর সেই কালো মেয়ে মায়া ছাড়া থাকতে পারে না। এজন্যই লাভার্স পয়েন্ট গুলোতে প্রায়ই ফর্সা ফর্সা ছেলেদের সাথে কালো মেয়েদের দেখি! (লাভার্স পয়েন্টে সাধারণত একা যাই। কারণ আমার মানুষ জনের ভালোবাসা দেখতে ভালো লাগে)...

একবার এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করল,-আসিফ, আফ্রিকা থেকে যদি কালো কুচকুচে একটা মেয়ে তোর কাছে এনে দেই। বিয়ে করবি?

আমার উত্তরটা কিছুটা এমন ছিল, - আফ্রিকার সব মানুষ কালো। ছেলেরা কালো মেয়েরাও কালো। তাই ওদের কাছে সুন্দর মানেই, কালো রং। তাই ভালোবাসা আর বিয়ের ক্ষেত্রে ওদের কাছে কালো মেয়েদেই প্রাধান্য বেশি। আসলে আফ্রিকা নিগ্রোদের উপায়ও থাকে না! কারণ, কোনও ফর্সা মেয়েই আফ্রিকান নিগ্রোকে বিয়ে করবে না। নিরুপায় হয়ে ওদের কালো চামড়া নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। এবং তারা ওতেই খুশি...

একটু দম নিয়ে,
আমাদের দেশে যত সমস্যা। আমাদের একেক জনের চামড়ার একেক রং বলে, সবাই আসলে কনফিউস্ড! কালো হলে বলি, এই মেয়ে কাইলা! ফর্সা হলে বলি, শ্বেতরোগী!( ফর্সা মেয়েরাও যে খুব রকম শান্তিতে আছে তা বলা যায় না) বাঙালি জন্মগত কনফিউস্ড জাতি তাই ও কথা বলে লাভ নেই।
তাই সবার কাছে ওই ফর্সা রংটাই প্রাধান্য পায়। তাই মা এলাকার সবচেয়ে ফর্সা মেয়েটা নিয়ে আসেন, ছেলের পুত্র বধূ করে! কিন্তু ওই ফর্সা মেয়ে যদি খুব কুটিল মনের হয় (হিন্দি সিরিয়ালের বউদের মতো) তাহলে পুরো সংসারটা তো জলে যায়। অশান্তি ছাড়া কিছুই থাকে না...

আরও একবার দম নিয়ে এবং এক গ্লাস পানি খেয়ে,
আমি এখন পর্যন্ত যত টাইম পাসিং রিলেশন দেখেছি। সবসময়ই লক্ষ করেছি, ওই টাইম পাসিং করতে ছেলেরা সবসময়ই ফর্সা মেয়েদের প্রাধান্য দেয়। ওটা তো অপরিণত বয়সের কথা! ওই ছেলেটার যখন বিয়ের বয়স হয়, তখন সে আলটিমেটলি এমন একটা মেয়ে খোঁজে যার, যার সাথে শান্তিতে পুরোটা জীবন কাটানো যায়। মায়ের খেয়াল রাখবে, সংসার গুছিয়ে রাখবে- এমন মেয়ে...
তাই সেই ছেলের কাছে তার চামড়ার কালারটা তখন আর ম্যাটার করে না। একটা ভালো মনের মেয়ে পেলেই বিয়ে করে ফেলে! (এটা মূলত শিক্ষিত ছেলেরা করে। গ্রামে এখনও বহু ছেলে, ফর্সা মেয়ের অভাবে বিয়ে করেনি!)
তাই, তুই যদি কখনও আফ্রিকান মেয়েকে আমার কাছে নিয়ে আসিস, তাহলে আমি বিয়ে করব না তাকে। প্রথম কারণ, তুই কখনও কোনও আফ্রিকান মেয়েকে আমার জন্য ম্যানেজ করতে পারবি না। দ্বিতীয় কারণ হল, ওদের সৌন্দর্য ওদের কাছেই থাকুক।
তবে, তুই যদি কখনও কোনও বাঙালি কালো মেয়েকে আমার কাছে নিয়ে আসিস। সে যদি মায়াবতী হয় এবং সে যদি ভালো মনের হয় তাহলে আমি দুই কথা না বলে তাকে ডাইরেক বিয়ে করে ফেলব! সবাই চামড়ায় সুন্দর হওয়ার চেষ্টা করে, মনে সুন্দর হওয়ার চেষ্টা কয়জন করে? তাই না?

ওই বন্ধুটা "হা" করে আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে চিত্কার করে বলল,"তোরে আর কোনও দিন কিছু বলব না, জিজ্ঞাসাও করব না! শালা...!"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.