![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!
-"শোনো, তোমার বাবা মারা গিয়েছে এক মাস হয়েছে। তুমি, তোমাকে এবং তোমার মাকে সামলে নিয়েছো। তুমি খুব সাহসী মেয়ে সেটা আমি জানি। এখন দুই জনের পরিবার তোমার, তুমি সহজেই চালাতে পারো। আর তোমার বন্ধু হিসেবে জানি, এই পৃথিবীতে এই মূহুর্তে তোমার, তোমার মা ছাড়া আর কেউ নেই। এই পৃথিবীটা খুব ছোট্ট! সময় সবার কম। এই অল্প সময়ে, আমি চাই না তুমি আবার একা হয়ে যাও। তুমি ডাক্তার। আমি ডাক্তার। দুজনেই মোটামুটি প্রস্তুত। আমাকে বিয়ে করবে?"
ডিউটির ফাঁকে হসপিটালের বাইরে, চা খেতে খেতে আহসানের মুখে এমন কথায় মিতু মোটেই অবাক হয়নি। বিয়ের জন্য একটা ছেলে প্রোপোস করেছে, এজন্য অন্য মেয়েদের মতো, মুখে হাত দিয়ে নাচানাচি করেও নি!
কারণ সে জানে, বাবা মারা যাওয়ার পরে এই পৃথিবীতে তার মা ছাড়া, আহসান নামের খুব একটা আপনজন ছিল, আছে, থাকবে...
❤
(জীবন থেকে নেয়া)
©somewhere in net ltd.