![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!
মেয়ে চা আর মিষ্টির ট্রেটা আমার দিকে বাড়িয়ে দিল। চোখ পড়ল তার হাতের দিকে। অনেক ক্ষতের দাগ! আমি বুঝতে পারলাম, এই মেয়ে তো কাটাকাটি পার্টি! আর আমার এই মেয়েকে বিয়ের আগ্রহটাই চলে গেল!
আমি যখন মাধ্যমিক পরীক্ষার্থী, তখন স্কুলের বহু মেয়ের হাতে এমন ক্ষতের দাগ দেখতাম। কেউ জীবনে নাখোস তো কেউ প্রেমে ব্যর্থ! যত রাগ, সব নিজেকে কষ্ট দিত এরা! এদের সঙ্গে ঝগড়া কিংবা কথা কাটাকাটি হলেই, হাত কেটে বসতো!
প্রেম করে বিয়ে করার মতো সময় আমার নেই। প্রস্তাব এর আগেও এসেছে। আম্মুর জোরাজুরিতে মেয়ে দেখতে আসলাম এবার। ঢাকাইয়া টাকা পয়সাওয়ালার মেয়ে। মেয়ের নাম মেহের। দেখতেও ভীষণ সুন্দর। রাজী হয়ে যাওয়া উচিত, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে হুট করেই বিয়ে করা যায় না।
আমি উঠে গেলাম। বিনা মুখে বেজে বলে দিলাম,- আংকেল, আপনার মেয়েকে আমি বিয়ে করব না।
মেয়ের বাবা হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তাঁর চেহারায় "মানে কী?" স্পষ্ট ফুটে উঠেছে। শুধু তিনিই না, আমার বাবা-মারও একই অবস্থা। মেয়ের বাবা কি বলবেন, খুঁজে পাচ্ছেন না। মেয়ের বাবা হয়তো আমাকে জিজ্ঞাসা করবে যে, কেন আমি বিয়ে করব না। কিন্তু আমি সুযোগ দিলাম না। মেয়ের সমস্যার কথা হয়তো তিনিও জানেন। আমি ঘর থেকে বের হয়ে গেলাম। আম্মা-বাবাও অপ্রস্তুত ভঙ্গিতে আমার পিছু পিছু বের হয়ে গেলেন...
.
আম্মা আমার সাথে সেই কথা বলছে না। খুব বেশি চটেছেন সেটা বুঝতে পেরেছি। ওই মেহেরকে বিয়ে করার জন্য ছেলের অভাব হবে না। কিন্তু আমি সেই ছেলে হতে চাই না। এজন্য, আমার সাথে আম্মার রাগ করার কোনও মানে নেই। আব্বাও কোনও কথা বলছেন না।
আম্মা রুমে বসে বসে কাপড় গোছাচ্ছেন। আমি তাঁর কাছে গেলাম। মুখটা ঘুরিয়ে ফেললেন। আমি তাঁর সামনে ফ্লোরে বসে গেলাম। হাতটা ধরে, যা যা মনে করেছিলাম তা বলা শুরু করলাম, - মা, ওই মেয়ের একটা সমস্যা ছিল। গুরুতর একটা সমস্যা! মেয়ে হাত কাটে। বিয়ের পরে ওই মেয়ের সাথে কারও ঝগড়া কিংবা কথা কাটাকাটি হলে, দেখা যাবে হাত কেটে বসে আছে! সুইসাইড করার চেষ্টা করলেও অবাক হব না! আপনি যদি ওই মেয়েকে কখনও বকা দেন আর সে যদি হাত কাটে কিংবা সুইসাইডের চেষ্টা করে, তাহলে আমি "বউ আগে না মা আগে"-এমন সিচুয়েশনে পড়তে চাই না। এমন মেয়েকে বিয়ে করলে ঘরে অশান্তি ছাড়া আর কিছুই হবে না। এমন একটা মেয়ে খোঁজেন, যে আপনার খেয়াল রাখবে, আমার খেয়াল রাখবে, সংসারের খেয়াল রাখবে। ভুল ধরিয়ে দিলে যাতে সে বুঝে-এমন মেয়ে...
আম্মুর ওই অবাক চেহারা দেখে মনে হল না যে তাঁর রাগ কিছুটা হলেও কমেছে..
২| ৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: গুড। আপনার মত আমার এত বুদ্ধি না থাকাতে আমারটাও হাত কাটার হুমকি দেয় মাঝে মাঝে (যদিও এখনো কাটেনি!)...
৩| ৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
মিঃ অলিম্পিক বলেছেন: সাধারণ পস্টু।
৪| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১:০০
রায়হানুল এফ রাজ বলেছেন: এমনই খুঁজে বের করা উচিৎ।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৩
সামিয়া বলেছেন: বুদ্ধিমান