নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনতে ভালবাসি কিন্তু গান গাইলে সবাই পালায়। প্রেম করি কিন্তু প্রেমিকা নাই। লেখালেখি করি কিন্তু পাঠক নাই। আমি আছি কিন্তু কেউ নাই...

আসিফ বিন হোসেন

পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!

আসিফ বিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

প্রেম করি না কিন্তু...

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৯

আমি প্রেম করি না কিন্তু রাত জাগি। রাত জাগতে অবশ্য প্রেম করার প্রয়োজন হয় না। এমনি এমনি চোখ খোলা রেখে, রাত জাগা যায়।
.
প্রেম করি না কিন্তু রোমান্টিক গান শুনি। কিছু করার নেই, এক বন্ধুকে বলেছিলাম গান দিতে। সে পেনড্রাইভ ভর্তি রোমান্টিক গান দিয়ে দিল!
.
প্রেম করি না কিন্তু মেঘলা আকাশ ভাল লাগে। ব্যাপারটা প্রাকৃতিক। তাই আমি চাইলেও আকাশের মেঘ আটকাতে পারব না। তবে মেঘ ভালো লাগা রহস্যজনক!
.
প্রেম করি না কিন্তু যারা প্রেম করে তাদের ভাল লাগে। লাগতেই পারে! যারা ভালোবাসে, তাদের ছোটখাটো বিষয়ে নেকামি কিংবা একটু বেশি বেশি করা, অদ্ভুত ভাবে ভালো লাগে!
.
প্রেম করি না কিন্তু কল্পনা করতে ইচ্ছা করে। আমার মস্তিষ্কের এক অংশ কেবল কল্পনা করার জন্য, তাই হিউম্যান নিডে কল্পনা করি।
.
প্রেম করি না কিন্তু বিকেলটাকে রোমান্টিক মনে হয়। একচুয়েলি, এই সময়টা ব্যাপারে মিথ্যে বলেছি। লেখার ছন্দের জন্য। আমার বিকেল বেলাকে ভীষণ স্পোর্টি মনে হয়। একটা ফুটবল হলেই চলে...
.
প্রেম করি না কিন্তু দুপুরটাকে অলস মনে হয়। আরেহ, দুপুরে দুই প্লেট ভাত খাওয়ার পরে, একটা ঘুম দিব! বাঙালি ভায়া! জন্মগত অলস!
.
প্রেম করি না কিন্তু শুধু শুধু মন খারাপ করি। হিউম্যান নেচার, ইউ নো!
.
প্রেম করি না কিন্তু ফুল কিনতে ভাল লাগে। সুবাস সুবাস! রুমে একটা ফুলদানি আছে, ওটার জন্যই মূলত ফুল কিনি। গোলাপ কেনার টাকা না থাকলে, রাস্তা থেকে কৃষ্ণচূড়া কুড়িয়ে আনি।
.
প্রেম করি না কিন্তু রোমান্টিক মুভি দেখি। কাহিনী আছে মাম্মা! ঘনিষ্ঠ মুহূর্ত গুলো জোস লাগে দেখতে!
.
প্রেম করি না কিন্তু কাকে জানো ভাবতে ভাল লাগে। কেউ না! যাকে ভাবতে ভালো লাগে, তার আবার অন্য কাউকে ভাবতে ভালো লাগে। হুহ্..
.
প্রেম করি না কিন্তু লাভারস্ পয়েন্টে বসে থাকি। ওখানেই তো আসল মজা! কত কিছু দেখতে পাওয়া যায়। এ ওকে বাদাম খাওয়াচ্ছে, বেলি ফুলের মালা কিনে দিচ্ছে! কত্তকি!
.
প্রেম করি না কিন্তু সুন্দরি মেয়ের ছবি আঁকি। ঠিক সুন্দরী বলা যায় না, চোখ ঠিকমতো আঁকতে পারি না। ত্যাঁড়াবাঁকা হয়ে যায়!
.
প্রেম করি না কিন্তু ভালোবাসতে ইচ্ছে হয়।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ভাল্লাগসে ভাই!! :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.