![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!
যার জীবন যেখানে মিশে, সেটা ছিনিয়ে নিলেই সে মরে যায়! একেবারে রক্তপাতহীন মৃত্যু! ঠিক মৃত্যু না, হত্যা! এই হত্যার কোনও ময়নাতদন্ত হবে না, কোনও ডেথ্ সার্টিফিকেট হবে না। এই হত্যার কথা হয়তো কেউ কোনও দিন জানবেও না।
যার জীবন মিশে ক্যানভাস আর তুলিতে, তার থেকে তুলি আর ক্যানভাস ছিনিয়ে নিলেই তাকে হত্যা করা যায়।
গান গাওয়ার স্বাধীনতা কেড়ে নিলে, গায়ক মারা যায়। গিটার কেড়ে নিলে, গিটারিস্ট! কবির থেকে খাতা আর কলমটা কেড়ে নিলে, কবি।
সে ভীষণ ভাগ্যবান মানুষ, যে নিজের পছন্দের কাজটা করে যেতে পারে। অন্যরা মৃত। বহু মৃত গিটারিস্টের এখন সময়ও নেই, যে গিটারটা একটু ধরে দেখবে। ছবি আঁকার ক্যানভাসে ধুলো জমছে, বহু শিল্পীর। ওহ্, দুঃখিত। বহু মৃত শিল্পীর...
.
মাঝে মাঝে একটা "সরি" বলা ভীষণ কষ্টকর হয়ে পড়ে। আবার মাঝে মাঝে এই "সরি"টা এত সহজ লভ্য হয়ে পড়ে যে, একেবারে মূল্যহীন হয়ে যায়।
"সরি" বলতে পারা কোনও গুণ না। কিন্তু নিজের ভুল বুঝতে পেরে "সরি" বলতে পারা অনেক বড় একটা গুণ। এই একটা "সরি" মাঝে মাঝে একটা সম্পর্ক টিকিয়ে দিতে পারে, এই একটা "সরি" মাঝে মাঝে ভীষণ রকমের কষ্ট কমিয়ে দিতে পারে, এই একটা "সরি" কখনও কখনও কারও জীবন বাঁচিয়ে দিতে পারে...
এই "সরি" বলাটা মাঝে মাঝে এত মূল্যহীন হয়ে পড়ে যে, এই "সরি"টা বরং কষ্ট কয়েকগুণ বাড়িয়ে দেয়। কিছু কাজে আমি কাউকে শুধু "সরি" বলতে পারি না। কারও মন ভেঙে "সরি" বলে আদৌ কি, মনের ওই কষ্ট কমানো যায়? কারও সাথে প্রতারণা করে কি "সরি" বলা যায়? কারও জীবন ধ্বংস করে কি "সরি" বলা যায়?
-না, যায় না...
.
মাঝে মাঝে পেপার কিংবা ম্যাগাজিনে পড়ি, এক সেকেন্ডে এতজন মানুষ জন্মায়, এক সেকেন্ডে এতজন মানুষ মরে! এক সেকেন্ডে ওমুক হয়, এক সেকেন্ডে তমুক হয়!
ভীষণ অবাক লাগে। প্রতিটা মুহূর্তে এই পৃথিবীতে কত কিছু হয়ে যায়। তখন এই পৃথিবীটাকে ভীষণ বড় মনে হয়।
সবচেয়ে অবাক লাগে এই ভেবে যে, প্রতি মূহুর্তে সারা পৃথিবীতে কত মানুষ ভালোবাসে। কত মানুষের ব্রেকআপ হয়। কত মেয়ে প্রতারিত হয়। কত ছেলের মন ভাঙে।
আরও বেশি অবাক লাগে এই ভেবে, ওই এক মুহূর্তে সারা পৃথিবীর মানুষের জীবনে কি হচ্ছে না কি হচ্ছে, ওতে আমাদের কোনও আসে যায় না। কিন্তু আমাদের নিজের আশেপাশের প্রিয় মানুষ গুলো, একটা "তুমি", কিছু বন্ধু, ফ্যামিলি -এইসবই শেষমেশ আমাদের কাছে প্রাধান্য পায়। পুরো পৃথিবীর মানুষের খবর নেয়ার সময় নেই...
©somewhere in net ltd.