![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!
-তোমাকে আমি কেবল একটা জিনিস দিতে পারি। জিনিসটা আমার সবচেয়ে মূল্যবান কিছু। সেটা হল আমার সময়। রোজার পরে কোথাও ফুচকা খেতে চাইলে বোলো, আমি তোমাকে নিয়ে যাবো। তুমি তোমার বান্ধবীদের বদনাম করতে চাইলে একবার আমাকে ডেকো, আমি তোমার সব কথা শুনবো। তুমি কাঁদলে, আমি হাসাবো। তুমি হাসলে, আমি কাঁদাবো। না থাক কাঁদাবো না, তুমি ভালো মেয়ে। তোমার হাত ধরতে চাইবো না, কিন্তু তোমার পাশে থাকবো সবসময়। এর থেকে আমি বেশি কিছু দিতে পারব না।
তবে আমি যেমন তোমাকে সময় দেবো, তোমাকেও তোমার সময় আমাকে দিতে হবে। আমার পাশে থাকতে হবে। অন্যান্যদের মতো একা ঠকতে চাই না, কিংবা তোমাকে একা ঠকাতে চাইনা। ঠকলে একসঙ্গে ঠকবো, দুইজন দুইজনের মাথা ব্যথা হবো। একজন কাঁদবে, অন্য জন হাসবে এমন হবে না।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৭ রাত ৯:৩২
বেনামি মানুষ বলেছেন: এমন হবে না।
হবে না।
হবে না।