![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!
পৃথিবীর সবচেয়ে ইউনিক নিয়োগবিজ্ঞপ্তি কি হতে পারে?
আমি বলি কেমন হতে পারে; যে নিয়োগবিজ্ঞপ্তিতে নিয়োগকর্তার প্রথম এবং একমাত্র চাহিদা থাকবে, নিয়োগপ্রার্থীর সততা! যে ব্যক্তি নিজেকে সৎ মনে করবে উইফআউট অ্যানি ডাউট, সেই-ই কেবল চাকরির জন্য আবেদন করতে পারবে। তার কোনও কোয়ালিফিকেশন লাগবে না, একাডেমিক পরীক্ষায় ফেল করা আদু ভাই হলেও সমস্যা নেই, ঘিলুহীন গোবর গণেশ হলেও সমস্যা নাই।
বইয়ে আছে; গুণবান পরের চেয়ে, গুণহীন স্বজন ভালো।
আমি যখন বসে বসে এইসব কথা ভাবছিলাম, আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি সৎ কিনা। সত্যি বলতে আমার এক মুহূর্তের জন্য ডাউট হল, আমি আসলেই সৎ তো?
হয়তো সৎ..
শুধু আমার না, এই ডাউটটা, আপনাদের সবার হয়েছে। নিজেদের সততা প্রশ্নবিদ্ধ হয়েছে।
আপনি কি জানেন, এই পৃথিবীতে বহু মানুষ আছে, যারা বুকে হাত দিয়ে এক মুহূর্তের জন্যও ডাউট না করে বলতে পারবে যে, আমি সৎ!
এই পৃথিবীতে প্রযুক্তি অনেক এগিয়েছে। দিনকে দিন শিক্ষার চাহিদা বাড়ছে। সমস্যা এটাই, সব জায়গায় কেবল একাডেমিক ভাবে শিক্ষিত মানুষের চাহিদা।
©somewhere in net ltd.