নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার খাতা

আশিক ফয়সাল

আশিক ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

বিড়ম্বনা

৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:১১


ফুল যদি বলে ক্লান্ত আমি ফুটবো না আর কাল
ভালো লাগে না সবুজ পাতা শেকল লতা ডাল ।
সুন্দর আমি সর্ব সেরা
তবু কেন বেড়ায় ঘেরা
প্রতিবাদে কাল কালো হবো থাকবো না আর লাল।

চাঁদ যদি বলে জাগবো না আর একলা একা রাত
কেউ যদি হয় সঙ্গি আমার আলতো ছুঁয়ে হাত
তবেই রাতে জাগতে পারি
নয়তো কারো ধার না ধারি 
পারবো না একা সইতে আমি অন্ধ রাতের ঘাত ।

গাঙ যদি বলে বইবো না আর জোয়ার ভাটার জল
বুনো পাহাড়ে ঝর্ণা হবো ঝরবো ছল ছল
স্বচ্ছ জলে শরীর ভরে
মিষ্টি সুরে পড়বো ঝরে
সমুদ্র ছেড়ে বাঁধবো এবার ঝরনার সাথে দল।

মেঘ যদি বলে অশ্রু হয়ে ঝরবো নাতো আর
সাত রঙে সেজে রাঙ্গা হবো ফেলবো ছুড়ে ভার
জমাট কালো কষ্ট ঝেড়ে
স্বর্গ থেকে হাসি কেড়ে
রংধনু হয়ে আকাশ জুড়ে আঁকবো রাঙ্গা হার।

দিন যদি বলে রাত্রি হবো ছুঁতে জ্যোৎস্না চাঁদ
মহাকালে পুড়ে শ্রান্ত আমি ক্লান্ত দগ্ধ কাঁধ।
তারায় তারায় মিলবো হেসে 
চাঁদকে ভীষন ভালোবেসে
আশা গুলো সব পূর্ণ হবে মিটবে মনের সাধ।

এক সুরে যদি সবাই ধরে বদলে যাবার তান
মরুভূমি তে আসে যদি হঠাৎ হড়কা বান
পাল্টে যাবে সৃষ্টির খেলা
রাত্রি হবে দুপুর বেলা
দাড় কাকেরাও গাইবে সুরে বিড়ম্বনার গান।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৬

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো

২| ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৪

নাগরিক কবি বলেছেন: মোটামুটি লেগেছে ;)

৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: লিমেরিক কবিতা অনেক সুন্দর হইছে

লিখে যান অবিরত +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.