![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধনী মেহেরপুর জেলার গাংনী থানার সিন্দুর কৌটা গ্রামে।
জীবনের কাঁটা ভরা পথ চলতে যখন ক্লান্ত
বিধ্বস্ত এ মন, চারদিকে অসীম হতাশার নিবিড় অন্ধকার;
অথৈ সাগরে দিশেহারা আমি একা
তখন সেই পথ পাড়ি দিতে তোমার নিবিড় সঙ্গ চাই।
কঠিন এই পৃথিবী, পদে পদে প্রতারণা আর প্রবঞ্চনা
সত্য ও ন্যায়ের পথে মেলে শুধু পরাজয়;
পরাজয়ের যন্ত্রণা বুকে চেপে মলিন মুখে বাড়ি ফিরে
সব কষ্ট ভুলে যেতে তোমার অনুপ্রেরণা চাই।
উত্তরের হিমেল হাওয়ায় জমে যায় বুকের রক্ত
টাকার অভাবে একটাও কিনতে পারিনি গরম কাপড়।
হিংস্র শীতের থাবার নিচে বরফ-শীতল শরীর;
তখন একটু উষ্ণতা পেতে তোমার বুকরে পরশ চাই।
সরষে ফুলের দেশে সোনার ডিমের মত মায়াবী চাঁদ
নিঝুম রাতের সাথে জোছনার মিতালী,
তখন দখিনের জানালা খুলে দিয়ে
ঝিরিঝিরি বাতাসে তোমার কোমল র্স্পশ চাই।
বহু প্রতীক্ষার পর অবিরাম বর্ষণের আনন্দ বিলাতে
যখন ঝুপ ঝুপ বৃষ্টিতে রাস্তায় নেমেছে মানুষ;
তখন বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসের সেই বৃষ্টিতে নেমে
তোমার বুকে কান পেতে শুনতে চাই মাতাল বৃষ্টির ঝুপঝুপ শব্দ।
ব্যস্ততা ছুঁড়ে ফেলে খানিক অবসরে এ মন
যখন ছুটে যাবে কোন এক নীল সাগরের তীরে;
তখন সমুদ্রের জলে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে
তাঁবুর নিচে মুখামুখি বসে
কফি হাতে কিছু সময় নিরবে তোমার হয়ে কাটাতে চাই।
জীবনের সব চাওয়া পাওয়া মিটিয়ে দিতে
মৃত্যুর দ্যুত এসে যখন নীরবে দুয়ারে দাঁড়াবে
তোমার কোলে মাথা রেখে সব যন্ত্রণা ভুলে যেতে
প্রিয়তমা তোমাকে চাই।
২| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ১১:২৭
মো: আশিকুজ্জামান বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
৩| ০৫ ই মে, ২০১৫ রাত ২:১৬
কামরুন নাহার বীথি বলেছেন: জীবনের সব চাওয়া পাওয়া মিটিয়ে দিতে
মৃত্যুর দ্যুত এসে যখন নীরবে দুয়ারে দাঁড়াবে
তোমার কোলে মাথা রেখে সব যন্ত্রণা ভুলে যেতে
প্রিয়তমা তোমাকে চাই।
অনেক ভাল লাগলো আশিক ভাই।
আপনাকে স্বাগতম এই ব্লগে! আপনার পথচলা মসৃন হোক!
শুভ ব্লগিং!!!
৪| ০৫ ই মে, ২০১৫ দুপুর ২:৫৫
মো: আশিকুজ্জামান বলেছেন: নাহার আপা প্রথম আলো বন্ধ হয়ে যাওয়ার পর ব্লগে আর তেমন সক্রিয় হয়ে ওঠা হয়নি। এখানে শুরু করলাম আর কি। আপনাকে শুভেচ্ছা রইল।
৫| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:৫৮
কামরুন নাহার বীথি বলেছেন: ঘুড়ি তে আমরা সবাই আছি! রেজিস্ট্রেশন করবেন! ভাল লাগবে।
০৭ ই মে, ২০১৫ দুপুর ২:৪৩
মো: আশিকুজ্জামান বলেছেন: আপা ঘুড়ি ব্লগে সমস্যার জন্য তেমন আনন্দ পাই না।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৫ সকাল ৭:১২
মন ময়ূরী বলেছেন: সুন্দর কবিতা।