![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলো আধারীর গোপন খেলায়,
হারিয়েছিলে কোন অজানায়?
ক্লান্তহীন চোখের পাতায়,
স্বপ্ন এঁকো স্বপ্নধারায়..
কিছু চিঠি লিখেছি,
তোমায় দিবো বলে,
কিছু কথা ভেবেছি,
তোমায় বলব বলে।
কিছু স্বপ্ন দেখেছি,
তোমায় বলবো বলে,
দুটো চোখ খোলা রেখেছি,
তোমায় দেখবো বলে।
আলো আধারীর গোপন খেলায়,
ফিরে এসো আমার মণিকোঠায়...
২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০
আশরাফুল আলম আশিক বলেছেন: ধন্যবাদ ভাই @মনিরুজ্জামান
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৫
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: ভাল লিখেছেন। ভাল লাগলো।