নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত মূর্খ লেখক।

আশরাফুল আলম আশিক

আশরাফুল আলম আশিক › বিস্তারিত পোস্টঃ

শুভ ইলিশ বৈশাখ!!

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪

"মাম্মাহ কত নিলো? বেশি নাহ ৩ !! মাম্মাহ জিত্ত্যা গেছো!!"
'হ্যালো, ৫ হাজার টাকা দিয়ে একটা শাড়ি কিনছি লাল রঙ্গের,জানিসই হাতের অবস্থা খারাপ!"

সময়টা ছিল আজ সন্ধ্যায়,রাস্তায় প্রচন্ড জ্যাম। কাল নাহ! নববর্ষ! চিন্তা করতে করতে হাটা শুরু করলাম বাসায় উদ্দেশ্যে! আর একটু দেখিই নাহ ধানমন্ডি মানুষের নববর্ষের কেনাকাটা টা একটু দেখতেই হয়। চিন্তা করতে করতেই বয়ষ্কা এক বৃদ্ধা হাত বাড়ালো," বাজান কাল পহেলা বোইচাক কিছু দেন"!!
বাহ! অদ্ভুত তো! ইনারাও পহেলা বৈশাখ উদযাপন করে!! নাহ তা নয় এটা সাহায্য চাওয়ার উপলক্ষ্য মাত্র!

সকাল হলেই ছুটবে কেউ রমনা বটমূলে,কেউ বা বটানিক্যাল গার্ডেন,কেউ করবে মঙ্গল শোভাযাত্রা যা লাখ লাখ টাকা খরচ করে, কেউবা হাজার হাজার টাকা খরচ করে পান্তা-ইলিশ ভক্ষন করবে! ইলিশ না হলে এ কেমন নববর্ষ উযযাপন!!

ফিরে যাই কিছু কাল পিছনে, সরকার রামপালে বিদ্যুত কেন্দ্র করবে। কেউ কেউ প্রতিবাদে ফেটে পড়ল ,রোড মার্চ হলো,মিছিল মিটিং ইত্যাদি হলো। বাঘ বিলীন হয়ে যাবে/সুন্দর বন ধংস হয়ে যাবে। ফেসবুকে প্রতিবাদের ঝড় বয়ে গেলো ! বাধ্য হলো সরকার সরে আসতে। কিন্তু কি অদ্ভুদ এখন মা ইলিশ সংরক্ষনের সময় ,ঝাকে ঝাকে ইলিশ ধরা হচ্ছে পহেলা বৈশাখের চাহিদা মেটানোর জন্য।কিন্তু এখন তারা নেই,একদম নেই। মুখে কুলুপ।

ক্যাপাস এ আড্ডা দিচ্ছিলাম, পাশের কারা যেন সমাবেশ করছে । তনু হত্যার বিচার চাই!! বিচার করতে হবে। বাহ! ভালো লাগল। তনু এখন তো দেশের ভাইরাল ইস্যু। ঠিক তনুর আগেই ভাইরাল ছিল বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাকিং ইস্যু! ভাইরাল ছিল ভারতের ক্রিকেটে চুরির ইস্যু। ঘৃনায় ফেটে পরেছিলাম আমরা। আইপিল আসল,এখন পেয়ারে ইন্ডিয়া!
আইপিএল ইস্যুতে হারিয়ে গেছে ভারতের চুরির ইস্যু। তনু ইস্যু তে হারিয়ে গেছে দেশের কোটি কোটি টাকা পাচারের ইস্যু! নববর্ষে হারিয়ে যাবে তনু ইস্যু , সবাই ইলিশ খাবে,পান্তা খাবে, ফেসবুকে শুভেচ্ছা জানাতে জানাতে দিন কেটে যাবে।
আমরা জানি না তনুর মৃত্যুর মুহূর্ত, আমরা জানিনা পুরিয়ে মারা যাওয়া সেই মানুষের মৃত্যু যন্ত্রণা। আমরা ভুলে যাই, খুব দ্রুত ভুলে যাই। আমরা সবাই ব্যস্ত ইলিশের দাম নিয়ে, পহেলা বৈশাখের কিছু হাস্যকর বিতর্ক নিয়ে। কোনদিন যে আপনি পরবেন তনুর তালিকায়, পরবেন গুমের,পুড়ে মরার তালিকায়, সেদিন হয়ত আপনার হুশ হবে, বাট, ইটস টু লেট। তাদের অভিশাপ আমরা কেউ এড়াতে পারব না, এড়ানো যায় না।

আমরা খুব অস্থির একটা জাতি।আমাদের ফোকাস খুব দ্রুত চেঞ্জ হয়। আমরা দ্রুত ভুলে যাই, দ্রুত ক্ষমা করি, অহেতুক বিতর্ক করি, জেনে না জেনে, বুঝে না বুঝে, হুজুগে বিতর্ক করি। দেশে যারা অপকর্ম করে, তারা জানে আমরা কিছুই করতে পারব না।পারব নিজেদের মধ্যে ঝগড়া করতে, খুব দ্রুত নিজেদের মধ্যে দল উপদলে ভাগ হয়ে যেতে, নতুন ইস্যু আসলে সাথে সাথে সেটা নিয়ে ঝাপিয়ে পরতে। তাদের আর দোষ কি বলেন? দোষ তো আমাদের। আমাদের নিয়ে তারা না খেললে পান্তা ইলিশ হজম হবে কিভাবে?

সবাইকে শুভ নববর্ষ।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: সেলুকাশ, কি বিচিত্র এই দেশ!!

২| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৮

আশরাফুল আলম আশিক বলেছেন: মহা বিচিত্র!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.