![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত ভাবি একটু চুপ থাকি! চুপ করে থাকি।
কত ভাবি আর কিছু লিখবো নাহ!
কিন্তু কেন জানি বার বার লিখতেই হয়। বসে থাকা যেন দায়!
রক্ত দিয়ে কেনা এ দেশ টাকে যে বড্ড ভালোবাসি।
ইদানিং কিছু নিউজ খুবই ভাবিয়ে তুলছে। কেমনে কি!! এর মানে কি??
এইতো গত ৩০ এপ্রিল দেখলাম ভারতীয় পত্রিকা Indian Express শিরোনাম করেছে-
"US working with India on countering violent extremism in Bangladesh" ( http://goo.gl/1dVCf8 )
অর্থাৎ "বাংলাদেশের চলমান হত্যাকাণ্ড প্রতিরোধে আমেরিকা ভারতকে সাথে নিয়ে কাজ করছে!"
আজব তো!! সমস্যা বাংলাদেশের আর আমেরিকা কাজ করবে ভারত কে সাথে নিয়ে !!!!! শুনেছেন কোনো দিন এমন ধরনের কথা?
আবার একই দিনে আরেকটি নিউজ,
"টাঙ্গাইলে ‘ইসলাম নিয়ে কটূক্তিকারী’ হিন্দু ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা" http://bit.ly/1XZqP3F
একই ঘটনা বিবিসি বাংলা ইংলিশ লিঙ্কে লিখেছে Hindu Priest (হিন্দু পুরোহিত) (Click This Link) আবার লিঙ্কে ঢুকে ভিতরে গেলে দেখবেন শিরোনাম লিখেছে হিন্দু দর্জি! পুরোহিত আর দর্জি কি এক জিনিস? আমার দেশের প্রত্যেক নাগরিকই সমান ! একটাই পরিচয় আমরা বাংলাদেশি।
ষড়যন্ত্রটা বহুমুখী প্রকল্প মনে হচ্ছে...
এই চাপাতি ঘটনা এখন থেকে প্রতিদিন ঘটবে আর আমেরিকা ভারতের আগমনের পথটাও নির্বিঘ্ন হবে।
মাননীয় সরকার প্রধান, আপনাকে অনুরোধ করছি বাংলাদেশকে ইরাক সিরিয়া বানিয়ে দিবেন না। এই চাপাতি নামক পাগলা ঘোড়াকে এখনি লাগাম টেনে ধরুন। রাজনৈতিক দোষারোপের খেলা বন্ধ করে প্রশাসনকে ভালভাবে কাজে লাগাতে হবে। এখনি সময় চাপাতি বাহিনীকে সমূলে ধ্বংস করে দেওয়ার। ভারত ও আমেরিকার প্লাটুন ঢুকে পড়লে আর কিছুই আপনার হাতে থাকবেনা...
দরকার হলে দেশব্যাপী সচেতনতা বাড়িয়ে তুলতে হবে এই নব্য জালিম চাপাতি বাহিনীর বিরুদ্ধে। কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পুলিশের সামনে থেকে চলে যাওয়া অনেক প্রশ্নের জন্ম দেয়। হত্যার জায়গায় সিসি ক্যামেরা বন্ধও অনেক প্রশ্নের জন্ম দেয়। দিনে দুপুরে মানুষ হত্যা করে কিভাবে? খুব স্বাভাবিক নয় ঘটনা গুলো। সবাইকে নিয়ে চাপাতি বাহিনীকে নির্মুলের ব্যবস্থা না নিলে কিছুদিনের ভিতর আমেরিকার ড্রোনের কবলে থাকবে বাংলাদেশ।
মাননীয় সরাষ্ট্র মন্ত্রী যখন গলা ফাটায় বলছেন, দেশে কোনো আইএস নেই, ঠিক তখনি আমেরিকান রাষ্ট্রদূত বলেন,এদেশ আইএসের হুমকির মুখে!! ( https://goo.gl/2yxWC1 )
বুঝছেন তো ব্যাপার খানা?? দেশবাসীকে চাপাতি বাহিনীকে প্রতিরোধে এগিয়ে আসা উচিৎ। এদের দায়িত্বহীন কর্মকান্ডের বাংলাদেশ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে হাজির হয়েছে।
দেশটাই যদি ভারত আমেরিকার বোমার তলে থাকে তাহলে আপনি সরকারী দল, নাকি বিরোধী দল, নাকি মুখ বন্ধ করে রাখা আমজনতা সেটা দেখার আর দরকার হবেনা।
বাংলাদেশের জন্য ভয়াবহ আতঙ্কজনক ঘটনা ঘটে যাচ্ছে , অথচ কারো কোন মাথা ব্যাথা নেই! বিরোধী দল, সরকারী দল উভয়ে একে অপরের ধুতি খোলা নিয়ে ব্যাস্ত, দেশ নিয়ে করো কোন ভাবনা নেই!!!
আজকের আরোও খবর ,
(১) পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙ্গালীদের সরিয়ে নিতে ইউএনডিপি কর্তৃক প্রস্তাব..
(২) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাম্প্রদায়িক, বৈষম্যমূলক ও বাঙালি বিদ্বেষী কর্মকাণ্ড
সমস্যা নেই এখন বাংলাদেশ পুলিশেও ভারতীয়রা এই যে লিংক https://goo.gl/VO3yvk
অগ্রীম ফরেন বোমার শুভেচ্ছা, ধন্যবাদ।
০২ রা মে, ২০১৬ রাত ১১:৩৮
আশরাফুল আলম আশিক বলেছেন: চেষ্টা করি.।.।.।
২| ০২ রা মে, ২০১৬ রাত ১১:৪৮
মোস্তফা ভাই বলেছেন: মধ্যপ্রাচ্যে ও পাকিস্তানে জংগী প্রশিক্ষণ নেওয়া মানুষ দের খুজে বের করা জরুরী, এদের আইনের আওতায় আনা উচিত।
০৪ ঠা মে, ২০১৬ দুপুর ২:৪২
আশরাফুল আলম আশিক বলেছেন: আর যাইহোক এসবের লাগাম টানা অতিব জরুরী! প্রয়োজনে ইনু সাহেব কে জিজ্ঞাসাবাদ দরকার, কারন, তিনি তথ্য দিয়েছিলেন এদেশে হাজার হাজার জঙ্গি ঢুকছে।
৩| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:৫২
অেসন বলেছেন: সবাই নাকে তেল দিয়ে ঘুমুচ্ছে। কিছু নাস্তিক, সমকামী, অমুসলিম মারা গেলে এমন কি হবে ! কিন্তু বাংলাদেশ ইরাক, সিরিয়া বা পাকিস্তান হলে শরণার্থী হিসাবে কোথায় যাবেন, ভেবে দেখেছেন ?
ধন্যবাদ।
৪| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ২:৪৪
আশরাফুল আলম আশিক বলেছেন: বে কেন?? অস্ত্র / মাদক এসব কোন দিক দিয়ে আসে? সন্ত্রাসীরা ৭ টা মার্ডারকরে কই আশ্রয় নেয়?
ভাবা জরুরী।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৬ রাত ১১:১৩
নাজমুস সাকিব অর্ক বলেছেন: সত্য বলেছেন।