নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত মূর্খ লেখক।

আশরাফুল আলম আশিক

আশরাফুল আলম আশিক › বিস্তারিত পোস্টঃ

স্যালুট বঙ্গবাহাদুর

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩৮

মনে পড়ে তোমাকে,
মনে পড়ে তোমার কাঁটা তারে ঝুলার দৃশ্যকে!
থামাতে পারি না আমার এ মনকে।
ভুলি নাই বোন ফেলানীকে !

দিন যায়, রাত যায়
পাঁচটি বছর ও পার হয়ে যায়
ওদের নিষ্ঠুরতার বিচার অধরাই থেকে যায়!
আমরা শুধু ওদের তামাশাই দেখে যাই!

এতদিন দেখেছিলাম শুধুমাত্র ওইসব পাষণ্ডের নির্মমতাকে,
তবে জানো এবার দেখতে হলো নতুন করে
এদেশের কিছু মানুষের কিছু নির্মম তামাশাকে।
বানের জলে ভেসে আসা বুনো একটা হাতিকে নিয়ে!!
হাতি! হইতোবা শুনে তুমি মজা পাবা!
কিন্তু জানো মজাটা কতটা বিস্বাদে পরিণত হয়েছে?
যেদেশের মানুষ ওদের অবৈধ হত্যার প্রতিবাদ করতে পারে নাহ,
যেদেশের মানুষের ওদের নিষ্ঠুরতার নিয়ে মুখ খুলে নাহ,
যেদেশের মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে,
সেদেশেই হিংস্র দেশের হিংস্র হাতির জন্য কত মায়া!
কত যে মমতা আর ভালোবাসা!

আবার প্রতি ঘন্টায় ঘন্টায় হাতি কে নিয়ে খবর হয়,
কি খাচ্ছে,কি করছে, কোথায় গেলো
বা কখন জ্ঞান হারালো বা কখন জ্ঞান ফিরলো!
তা সচক্ষে না দেখলে বুঝবে নাহ!
জানি তুমি ঠিকই দেখছো আর হয়তোবা কাঁদছো!
আর না হয় অনেক অভিশাপও দিচ্ছো!
তোমাকে ভুলে আজ আমরা হাতি নিয়ে নৃত্য করি!
ক্ষমা কর আমাদের প্লিজ ক্ষমা করো!
তোমার অভিশাপে আমরা কখনোই শান্তি পাবো নাহ!!
তুমি চলে যাওয়ার পড়েও হিংস্র দেশের মানুষ আর কত ভাইদের
হত্যা করেছে, করেছে কত নির্যাতন!
দুঃখিত ফেলানী! দুঃখিত!
স্যালুট, হাতি তোমায় দুঃখিত তুমিতো বঙ্গ বাহাদুর
স্যালুট তোমায় তুমি না আসলে
বুঝতাম না,
কে লাউ আর কে কদু!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১৪

বিলুনী বলেছেন:




এরকম কবিতা লিখা যায় অনেক গুলাই
ধিক্কার জানাই বন্য অবুজ প্রাণীর সাথে যে মানুষকে মিলায় ।
মানুষের জ্ঞান আছে কাটা তারে জান যায় ,
বন্যার তোরে ভেসে যাওয়ার জ্ঞান বন্য প্রানীর নাই
মরা হাতীর উপরেও অনেক মশা মাছি ভন ভনায়
হাতী মরে গিয়েও এদের হাত থেকে নিস্তার পায় নাই ।
ধন্যবাদ হাতি তুমি না এলে কোন দিনই যেতনা বুঝা
কেমন করে মগজহীন মাছি এত ভন ভনায় ।

২| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৫

আশরাফুল আলম আশিক বলেছেন: ভালো বলেছেন আপন.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.