![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
---------প্রজাপতি
----------------আশরাফুল আলম আশিক
প্রজাপতি ওই প্রজাপতি,
তুমি আমার চোখের রানী।
পাখা মেলে বারে বারে
কেনো আসো আমার বাড়ি?
বুঝি বুঝি তোমার দুই ডানার চাহনী।
প্রজাপতি প্রজাপতি,
ধূসর রঙের পাখা দুটো উড়িয়ে
বার বার কেন আমার
চোখ দুটি দাও জুড়িয়ে !
প্রজাপতি প্রজাপতি,
আমিও কি হতে পারি
তোমার প্রিয় সঙ্গী ?
ঘুরতে চাই বনে-বাদরে
দু ডানা মেলে উড়তে চাই
ওই নীল মেঘের আকাশে !
যেতে চাই রঙিন ফুলে ফুলে
শুধু তোমারই সাথে!
নেবে কি আমায় তুমি
তোমার সঙ্গী করে?
প্রজাপতি প্রজাপতি
জানো কি তুমি?
তোমার শৈল্পিক পাখা দুটির,
প্রেমে পড়েছি আমি!
যাবে না তো তুমি
কখনো আমায় ফেলে?
দেবে তো তোমার
পাখা দুটি মেলে?
প্রজাপতি প্রজাপতি ,
তোমার রঙিন পাখা মেলে,
যাচ্ছো কোথায় বার বার চলে
আমায় একা ফেলে?
নেওয়া তোমার সঙ্গী করে!
২| ২৬ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:৩১
শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন
৩| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:২০
রক্তিম দিগন্ত বলেছেন:
ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৬ রাত ১:২৮
Shaikh Billal Hossain বলেছেন: অসাধারণ প্রকাশ