নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত মূর্খ লেখক।

আশরাফুল আলম আশিক

আশরাফুল আলম আশিক › বিস্তারিত পোস্টঃ

------------------- ফিরে যেতে চাই

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৭


বার বার ভাবি আজ কিছু লিখবো
অন্তরে জমে থাকা কথা গুলোই
হইতোবা বলবো!
কি বলব? কিই বা লিখবো?
শহরের যান্ত্রিকতায় জমে থাকা কথা গুলো আর মনের ইচ্ছে গুলোও আজ মরিচা ধরে গেছে।
তবুও বলি আমি লিখতে চাই, আমি বলতে চাই।
মরিচা ধরা কথা গুলো আমি চিল্লিয়ে বলতে চাই!
তবে কেন যেন আর পারি নাহ! চেষ্টা করি তবুও পারি নাহ!
আমি পারি না আর লিখতে বা বলতে।
তবে ইচ্ছে তো একেবারেই মরে যায় নি। তাই না?
আমি এ শহর চাই নাহ,
আমি এ যান্ত্রিকটা চাই নাহ।
আমি চাই সেই শীতের সকালটা।
আমি চাই কুয়াশা মাখা সেই শীতের সকাল,
দেখতে চাই কুয়াশার ভেতরে
হালকা সেই মিষ্টি সূর্যের আলোটি।
ইচ্ছে করে, হেঁটে যাই সেই পথটি ধরে,
যে পথের শেষ নাই,
যে পথ কুয়াশার চাদরে ঢাকা!
যে পথের ধারে ধারে অর্ন জ্বলে
যে পথ ধরে ধরে ফেরিওয়ালা চলে,
যে পথে মিষ্টি কুয়াশার ঘ্রান পাওয়া যায়।
আমি তো সে পথেই যেতে চাই ।
আমি কুয়াশায় ঢাকা রাস্তায় হারিয়ে যেতে চাই,
আমি এ শহর চাই নাহ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৮

ভব ঘুরে ঝড় বলেছেন: হ্যা, আমি এ শহর চাই নাহ!!!!

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৭

আশরাফুল আলম আশিক বলেছেন: সত্যিই আমি এ শহর চাই নাহ

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১১

এফ.কে আশিক বলেছেন: ভালো লাগল.......

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০১

আনিসা নাসরীন বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.