নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত মূর্খ লেখক।

আশরাফুল আলম আশিক

আশরাফুল আলম আশিক › বিস্তারিত পোস্টঃ

আবারো ছবি দিলে

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৬

তুমি ছবি দিলে..
কিছুই না বলে,
হাজারো শর্ত দিয়ে
রাতটি গভীর না হতে,
তুমি ঘুমিয়ে গেলে।
তবুও দেখে নিও
কী আশ্চর্য ওই কালো আকাশ,
কিই না সুন্দর ওই অর্ধ চন্দ্র
আর এ মৃদু বাতাস!
তুমি ছবিটি দিলে বলে,
দেখলাম দু নয়ন ভরে!
ধারণ করবে আবেগ, অনুভুতি,
যখন বুঝতে কষ্ট হবে মনের গতি,
মনের চক্ষু খুলে দেখে নিও
তোমার বা আমার সুখের স্মৃতি,
আসিলেও আসবে সুখের স্মৃতি
আনবে মনে অনুরাগ-প্রীতি।
তুমি ছবি দিলে বলে,
তোমায় নিয়ে লিখি বলে
আমি কবি নই,
আমি লেখক নই।
আমি সেই মূর্খ অখ্যাত ছেলেটি!
যে তোমায় নিয়ে আজও রাতে লেখে।
আর তোমার ছবি দেখে।
সে যে ছবির ভাষা বুঝে,
ছবির সাথে কথা বলে,
ছবিই গান গায়, সুর দেয়
আবার আলোও দেয়!
যে আলোতে,
আজও আমি ঝলসিয়ে যাই।
আজও এই রাতে,
তোমার ছবির দিকে তাকিয়ে,
প্রতিটি রাত কাটাই।
তোমার দিকে তাকিয়ে
আজও প্রতিটি মুহূর্ত কাটাই!
এই রাতে
রজনীগন্ধার সুবাস ফুরায়নি,
গোলাপটি ফোটার জন্য প্রস্তুত
কাননের এক কোণে লুকিয়ে থাকা ডালে।
আর তোমার ছবি জলজ্যান্ত হয়ে
তাকিয়ে রয়েছে দুনয়ন ভরে!
তোমার আলোয় আলোকিত হয়ে।
আমিও রয়েছি তোমার পানে!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
অসাধারণ লেখনী !

পড়ে ভালো লাগলো।

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৪

আশরাফুল আলম আশিক বলেছেন: ধন্যবাদ ভাই

২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.