![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহরের আধো সন্ধ্যায়
যখন শহুরে মানুষ গুলো
ঠান্ডায় জরোশরো,
নিরবেও আমি তখনো
তোমার কথা ভাবি।
এই পৌষে যখন শহরের
পার্কগুলো নিরবতায় শুনশান,
যখন শহুরে মানুষেরা
একটু আলো, একটু উষ্ণতার
অভাবে মগ্ন,
তখনো আমি শুধু তোমারই
অভাব বোধ করি।
আমি তো তোমারই কথা ভাবি।
কুয়াশার চাদরে ঢাকা আজ এ শহর,
আমার এ হৃদয় আজ শূন্যতায় ঢাকা
আর বিষণ্ণতায় গুনি প্রতিটা প্রহর!
এ শহর নিরব,এ শহর বধির
এ শহর পাষাণ।
এ শহর আমায় জানে না,
এ শহর আমায় বুঝে নাহ,
এ শহর আমার অভাবের
চিৎকার শুনে নাহ!
শহর না বুঝলেও তুমি তো বুঝো,
তুমি আজ এ শহরে নেই,
কিন্তু আমি তো তোমার কথা ভেবে
হতে পারি দেবদাস,
এই তোমার কথা ভেবে
বানাতে পারি তাজমহল।
কিংবা ছড়াতে পারি
ওই রবির ন্যায় আলো!
শুধু পারবোনা আমি,
যদি বলো শুধু
তোমাকে নিয়ে না ভাবতে!
তুমি আমার শুধু আমার
ভালো লাগা কবিতা,
তোমাকে দিয়ে পূরন
করি আমার সকল শূন্যতা।
শুনতে কি পাও আমার
অভাবের চিৎকার?
শুনতে কি পাও?
২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
একজন সত্যিকার হিমু বলেছেন: শুনতে পায়না,পেলে হয়তো ছুটে আসতো ।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
ভাবুক কবি বলেছেন: এমন চিৎকার আজকাল শুনতে পায়না তারা .
১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২২
আশরাফুল আলম আশিক বলেছেন: তারা কেমন জানি ভাবুক হয়ে গেচে!
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: সুন্দর কথা