নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত মূর্খ লেখক।

আশরাফুল আলম আশিক

আশরাফুল আলম আশিক › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১০

ইচ্ছে ছিলো,
তোমায় নিয়ে কবিতা লিখবো
যে কবিতার প্রতিটা চরণের
নায়িকা হবা তুমি।
আর তুমি শুধু সাজিয়ে দিবা
আমার কবিতার ছন্দ।
যে কবিতায় আঁকবো তোমার
কালো সুদীর্ঘ চুল,
বর্ণের পর বর্ণ সাজিয়ে।
আরোও আঁকবো,
তোমার দু মায়াবি কালো চোখ
আর হাসি,
যে হাসি দেখে থমকে যাই
বারে বারে আমি!
ইচ্ছে ছিলো,
তোমায় নিয়ে একটা গল্প লিখবো।
সুদীর্ঘ গল্প।
যে গল্পের প্রতিটা লাইনের
থাকবে তোমার বিচরণ।
যে গল্পের প্রতিটা পৃষ্ঠায় থাকবে
আমাদের রোমাঞ্চকর অনুভূতি।
আর অলিখিত ছোট ছোট স্মৃতিগুলো।
ইচ্ছে ছিলো,
তোমায় নিয়ে একটা গান লিখবো।
যে গানের প্রতিটা সুরে থাকবে
তোমার কণ্ঠস্বরে কথা আর ডাকগুলো
যে সুরে থমকে যাবে আকাশের সূর্য
কিংবা রাতের চন্দ্র তারাগুলি!
যে গানে থাকবে তোমায় নিয়ে
আমার প্রতিটা কল্পনা
আর কিছু বাস্তব কথা।
তোমায় নিয়ে আমি ওই গানই লিখবো
যে গান শুনে মেঘেরা থমকে দাঁড়াবে
আর চাতক পাখির মতো খুঁজবে তোমায়।
আমার প্রতিটা কল্পনায় তুমি
তোমার রঙে রাঙানো সপ্নগুলো
একেকটা নিউরন মাতিয়ে
তুলছে প্রতিনিয়ত!
তোমায় নিয়ে ভাবনা গুলো
আমার নাড়া দেয় সারাক্ষণ।
তবুও বুঝবে কি আমায়,
চিনবে কি আমায়?
আর একটি বার মনে করে
বলবে ইচ্ছের কথা?
করবে ইচ্ছাগুলো পূরণ?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৯

মাঝিবাড়ি বলেছেন: আপনার ইচ্ছা পুরন হোক

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪১

আশরাফুল আলম আশিক বলেছেন: ধন্যবাদ ! দোয়া করেন যেন পূরণ হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.