![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্মল বিশুদ্ধ বাতাস আর
প্রাচীন অট্টালিকায় ঘেরা
এ কলিকাতা শহর দেখে আমি মুগ্ধ!
রাতের শুনশান নিরাবতা,
কিংবা দিনের সূর্যের আলো
দুটোতেই আমি অভিভূত!
ভালো লাগে,
এ শহরের রাতে একলা হাটতে,
শুধু একলা হাটা নয় আরোও
ভালো লাগে,
এ শহরে তোমায় নিয়ে ভাবতে।
আদিম এ শহরের,
উকি দেয় হাজারো ইচ্ছেগুলো,
তোমায় নিয়ে পথ পারি দেওয়া,
কিংবা হাতে হাত রেখে পার্ক স্ট্রিটে
নিরবে পথ চলা।
ভালো লাগে তোমায় নিয়ে লিখতে,
পথে প্রান্তরে কিংবা প্রিন্সেস ঘাটে!
হইতোবা তুমি কথাগুলো বুঝতে চাও না,
আমি আমার কবিতায় তোমাকে
জীবনানন্দ দাশের
বনলতা বানাতে পারি না।
তবে আমি আমার অগাছালো
কথাগুলো দিয়ে বলি
তুমিই আমার মনলতা!
২| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪২
ধ্রুবক আলো বলেছেন: লেখাটা সুন্দর হয়েছে
তবে বেশ কিছু টাইপো রয়েছে ঠিক করে নিন।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৭ রাত ২:৪১
অতঃপর হৃদয় বলেছেন: লিখে যান।