![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার বলেছিলাম,
একটু চেষ্টা করতে, ভালোবাসতে।
তুমি বুঝতে চাও নাই।
একবার বলেছিলাম,
শত বাঁধা ভুলে, ভালোবাসতে।
তুমি সেদিন মুখ ফিরিয়ে নিয়েছিলে।
অবহেলায় আমি মিথ্যে হাসি দিয়েছিলাম।
একবার বলেছিলাম,
মিথ্যে ভালোবেসে হলেও
একবার আসতে,আমার গাঁয়ে
লাল সরাণের বটের ছায়ার তলে,
দেখাবো তোমায় ভালোবাসা কাকে বলে।
একবার বলেছিলাম,
ভালোবেসে দেখো, প্রয়োজনে আমি
বুকে বেধে রাখবো একঝাঁক পাথর।
আর সেই পাথরের ফাঁক ফোকরেই
আটকে রাখতে চাই যদি তুমি
একবার বলো"ভালোবাসি তোমায়"।
আমি ওই পাথর দিয়েই
ঘর বানাবো,বানাবো অট্টালিকা।
যদি পাথরের ফাঁক ফোকর থেকে
ভেসে আসে বারবার তোমার কথাটা
"ভালোবাসি তোমায়"!
০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১১:১৭
আশরাফুল আলম আশিক বলেছেন: হুম । হয়তোবা!
২| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:৩০
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৩
আশরাফুল আলম আশিক বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১:৪৯
অতঃপর হৃদয় বলেছেন: হুম ভাল
৪| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৩
আশরাফুল আলম আশিক বলেছেন:
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১০:৪২
সালমান মাহফুজ বলেছেন: সাবলীল প্রেমের পদ্য ।