নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত মূর্খ লেখক।

আশরাফুল আলম আশিক

আশরাফুল আলম আশিক › বিস্তারিত পোস্টঃ

আমার নীল আকাশ

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫০

জানো,
পৃথিবীর নীল আকাশের মতো,
আমার মনে একটা আকাশ আছে।
তবে সেটা শুধু নীল নয় কালচেও বটে।

সে আকাশে,
রাতে তোমার মতো দেখতে একটা চাঁদ উঠতো ,
আর সে চাঁদের আলোয় আমি তোমার ছবি আঁকতাম ।
আর শুনতাম তোমার মিষ্টি গলার গান।

জানো,
ওই নীল আকাশে আমার ইচ্ছে ঘুড়ি উড়তাম,
মাঝে মাঝে ইচ্ছে ঘুড়ি ছিঁড়ে চলে যেত!
আর তাই দেখে রঙ্গিন প্রজাপতি গুলো
আমার সাথে বড্ড দুষ্টুমি করতো।
প্রথম প্রথম মন খারাপ হলেও
এখন অনেক সয়ে গেছে আমার ,
হয়তোবা অভ্যাস হয়ে গেছে
যা চলে যাওয়ার তা তো যাবেই।

জানো,
ওই নীল আকাশের নিচে জস্নার আলোয়
আমি বসে রাত কাটাতাম নির্ঘুম ভাবে।
শুধু তোমায় ভেবে লিখতাম অগোছালো কথাগুলি
আর হাসতাম একাকী।
আমার এ পাগলামী দেখে আকাশের ধ্রুবতারাও মিটিমিটি হাসতো।
আর জানো,
মেঘেরা যে এতো সুন্দর করে আমার
সে আকাশ টা সাজাতো!
আমি আজও আমার আকাশে তোমায় খুঁজি।
ওই শত তাঁরার মাঝেও খুঁজি তোমায় ।
পায় নাহ!
যেখানেই যেভাবেই থাকো ভালো থাকো,
ইচ্ছে হলে না হয় দেখা দিও আমার
ওই নীল আকাশে,
আমি নাহয় অপেক্ষায় রইলাম।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২২

অতঃপর হৃদয় বলেছেন: ভালোই।

২| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৬

ধ্রুবক আলো বলেছেন: অপেক্ষার প্রহর শেষ হউক। লেখা ভালো লাগলো +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.