নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত মূর্খ লেখক।

আশরাফুল আলম আশিক

আশরাফুল আলম আশিক › বিস্তারিত পোস্টঃ

নিজের সন্তুষ্টিই আসল বাকি সব মিথ্যা !

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৮

আপনি যদি কারোর সন্তুষ্টির জন্য না দৌড়ান, দেখবেন সুখে থাকবেন।
কাওকে খুশি করার জন্য দিন-রাত পরিশ্রম না করেন দেখবেন সুখে থাকবেন। কারোর পিছে ছুটেন দেখবেন সুখ কই যায়!
আগে একটা জিনিস নিজে ভাবতাম, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আমার প্রতি সন্তুষ্ট রাখবো, কিন্তু এটা অসম্ভব। বিলিভ ইট !
এতো বড় পৃথিবী তে / এতো বড় জগতে/ এতো গুলো মানুষকে আপনি একা নিজের প্রতি খুশি রাখতে পারবেন নাহ! কখনোই পারবেন নাহ!
এ সমাজে চারিপাশে শুধুই গুটিবাজ! ডানে, বায়ে, উপরে, কিংবা নিচে তাকান, দেখেবেন অনলি গুটিবাজ ইজ রিয়েল!
কষ্ট হয় মাঝে মাঝে খুব। কিই বা করার ! এ সমাজের মানুষ জন খুব অদ্ভুত!
-> মানুষগুলি চায়ের দোকানে, মোড়ে আড্ডা দিয়ে, এমন কি আয়নার
সামনে নিজের চেহারা দেখে ঘন্টা ঘন্টা সময় নষ্ট করতে পারে,
কিন্তু রেললাইনে বা রাস্তায় সিগনালে পরে ২ মিনিট অপেক্ষা
করতে পারে নাহ ! বা একটু কষ্ট করে ফুটওভার ব্রিজ দিয়ে না পার
হয়ে, রাস্তায় দেওয়া উঁচু রেলিং টপকিয়ে কত কষ্ট করে পার হয়!
-> শশা খেলে মানুষ চিকন হয়, আর লবণ খেলে মোটা হয়। তাই আমরা শশা লবণ দিয়ে খাই!
-> আপনি যদি শুনতে চান আপনি একজন ভালো লোক, আগে
আপনাকে মরতে হবে। আপনি যদি শুনতে চান আপনি মেধাবী
ছাত্র আগে মরেন! তারপর শুনেন !
দেখেন এই দুনিয়াটাই কি অদ্ভুত ভাবে চলছে!
-> টাকা দরকার শিক্ষার জন্য, আবার শিক্ষা দরকার চাকরীর জন্য,
চাকরী দরকার টাকার জন্য! ঘুড়ে ফিরে সেই বিনিয়োগ কৃত টাকাই
ঘুরে আসে । কিছু প্রফিট হয় ও আবার কারোর লস! কিন্তু শিক্ষার
উদ্দেশ্য?
এখন আর উদার হয়ে এ জগত এ লাভ নাই। আপনাকে সার্থপর হতে হবে,
অল দ্যা কিংস ম্যান (১৯৪৯ সালের বেস্ট মুভি ) এর সেই বিখ্যাত উক্তি মনে রাখা উচিৎ,
“কোন কিছুকে খুজে পেতে চাইলে, সেটা যা কিছুই হোক না কেন, হোক সেটা কোন বিশাল সত্য অথবা হারানো চশমা, আপনাকে সবার আগে বিশ্বাস করতে হবে এটা খুজেঁ পেলে আপনার কোন সুবিধা হবে।”
আপনি নিজের প্রতি বিশ্বাস রাখুন,ভাবুন -> "কখনো হারি নাই।হয় জিতেছি না হয় শিখেছি"
কারোর পিছে অযথা ছুটে সময় নষ্ট করেন নাহ।
দেখেন চারপাশে আপনার ফাউ কথা শুনার জন্য দেখবেন অনেক লোক অপেক্ষায় আছে। তাদের সময় দিন।
ভাই বিশ্বাস করেন আর নাই করেন পৃথিবীতে কোনো কিছুর মাধ্যেই সুখ নেই। একমাত্র মনের সন্তুষ্টির মাঝেই প্রকৃত সুখ :)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:১৯

জগতারন বলেছেন:
একমাত্র মনের সন্তুষ্টির মাঝেই প্রকৃত সুখ :)

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৭

আশরাফুল আলম আশিক বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.