![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো স্মৃতিগুলো ঘাটতে গেলে
আজও কত কি মনে পড়ে,
এইতো সেদিনের জায়গায় আর তুমি নেই
সে বারান্দায়ও তুমি আজ নেই।
সে শহর আজ যেন স্তব্ধ,
আমার এ মনও যেন
আজ তেমন নেই!
শত ভোরা স্মৃতি গুলো ওই শহরে
তবুও আর যেতে চাই না সে শহরে।
এখন আর তোমার আবেগি চোখে তাকালে
নেই কোনো আসক্তি।
হয়তোবা নেশা কেটে গেছে!
এখন আর তোমার অভিমানী চাহনীতেও
আমি বেহায়া হয়ে ছুটে যাই নাহ
আমার প্রতি তোমার বিমুখতায় ,
দিয়েছি তোমায় মুক্তি
তোমার বিয়োগে আমার,
নেই কোনো প্রবৃত্তি।
এই রাতে আমি বেলি ফুলের সুগন্ধ পাই ,
এই রাতে আমি কোনো বিরহে পড়ি নাহ।
হয়তোবা কিছু অভিমান,
নয়তোবা এটাই নিয়তি!
২| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪২
রাজীব নুর বলেছেন: গুড।
২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৮
আশরাফুল আলম আশিক বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৩
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা