নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত মূর্খ লেখক।

আশরাফুল আলম আশিক

আশরাফুল আলম আশিক › বিস্তারিত পোস্টঃ

অচিন পথ

২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৩

নীলিমা আকাশে চলেছি একা,
ডানে সাগর বা'তে পাহাড়
গুটি গুটি পায়ে স্তব্ধ হয়ে
চুপচুপি এ পথ দেই পারি,
সাগরীয় বাতাস ফিসফিস করে
বলে পথ তো অনেক বাকি।
তাহাকে বলি শুনো,
যে পথে তাহার বাড়ি
আমি তো সে পথের টানেই চলি।
হোক সে পথ অনেক গ্লানির,
ওই গ্লানি মেখেই
না হয় আমি সপ্ন দেখি!
আকাশ কুসুম সপ্ন নিয়ে
চলেছি একা পথে,
মাঝে মাঝে থমকে দাঁড়াই
নিষ্ঠুর খেলা দেখে।

হয়তোবা একদিন ফিরে যাব,
আমি সব আবার নতুন করে সাজাবো
হয়তোবা ঘরের প্রদীপে
নতুন করে আলো জ্বালাবো,
সেটি হতে পারে সাদাকালো
মিথ্যায় ভরা নতুন আলো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.