নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত মূর্খ লেখক।

আশরাফুল আলম আশিক

আশরাফুল আলম আশিক › বিস্তারিত পোস্টঃ

সময়ের সাহসী চিকিৎসক!

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৫




"ভাই এসব মিডিয়াতে আসে না রে, যদি আমরা ডাক্টাররা যদি একটু এদিক সেদিক কিছু করে ফেলতাম তাইলে দেখতি মিডিয়ার অবস্থা! আমাদের রীতি মতো শীর্ষ সন্ত্রাসী বানায় ছেড়ে দিতো!" ---একটু আগে ফোন দিলাম কাজিন কে যিনি এখন পাবনা সদর হসপিটালে্র এসিস্ট্যান্ট সার্জন হিসেবে কর্মরত। তারপর এই ক্ষোভই শুনতে হলো!
--
জার্নালিজমের একজন স্টুডেন্ট হিসেবে কথাটা পুরা বুলেটের মতো লাগলো!
আসলে আমরা কি জানি ? যেটা নিউজে আসে সেটা? যেটা ফেসবুকে ভাইরাল হয় সেটা?
--
আচ্ছা বাদ দেন! ধরুন আপনি অসুস্থ হলেন, সদর হসপিটালে ফোন দিলেন মানে যেটা জনগনের হসপিটাল! যেখানে থাকে বিশাল বিশাল লাইন! ডক্টররা হিমসিম খাচ্ছে সব কিছু সামাল দিতে। যেখানে তাদের নিঃশ্বাস ফেলানোর জায়গা নেই!
--
আচ্ছা বাদ দেন! ধরেন আপনি সিরিয়াল দিছেন চিকিৎসা নিতে একদম ডক্টরের কাছাকাছি যেয়ে দেখলেন ডক্টর চলে গেল! শুনলেন কোন ভি আই পি এক রোগীর বাসায় চলে গেলেন তিনি!
কি করবেন? কিংবা মনে করেন আপনার মা কে নিয়ে আসলেন ইমার্জেন্সি! এসে দেখলেন ডক্টর নাই! আপনি সমানে গালাইলেন!
--
এবার আসি মূল ঘটনায়।
"পাবনার ডিসি রেখা রাণী বালো তার বাংলোতে গত বুধবার দুপুরে অসুস্থ্য হয়ে পড়েন। রাণীর সেবা করার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মঞ্জুরা রহমানকে ফোনে চিকিৎসক পাঠাতে বলা হয়। ডা. মঞ্জুরা রহমান হাসপাতাল ফাঁকা রেখে কোন চিকিৎসককে ডিসির বাংলোতে পাঠানো যাবে না বলে জানান। তিনি ডিসি সাহেবকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে চলে আসতে অনুরোধ করেন। এই অপরাধে ডা. মঞ্জুরা রহমানকে ও এস ডি করা হয়েছে"
--
সুন্দর নাহ! পুরেনা আমেল জমীদারেদর অতাচাের
মানুেষর বেঁচে থাকাই দায় ছিলো। এমনকি তাদের বাড়ীর সামনে দিয়ে নাকি যাওয়ার সময় পায়ের জুতা হাতে নিয়ে হাটতে হতো। এর একটু হের ফের হলে রক্ষা নাই! হতো নির্যাতন!
ওইসব জমীদার নাই কিন্তু তাদের আত্মারা এখনো এ দেশে রয়ে গেছে!
আচ্ছা আইন কি বলে?
---< ১। হাসপাতাল ফাকা রেখে চিকিৎসক কি ডিসি সাহেবের বাড়ীতে গিয়ে সেবা করতে বাধ্য?
---< ২। বাসায় বসায় যেয়ে সেবা দিলে সাধারণ মানুষের কি হবে?
চলতি বৎসরে স্বাস্থ্যমন্ত্রনালয় পরিচালিত EOC প্রজেক্ট এ National Awards পেয়েছেন তিনি! আর এখন জমিদারের নির্দেশ অমান্যের কারণে ওএসডি! (আহ!!! রানী ভিক্টরিয়ার কথা অমান্য !!!!! :O )
এনটিভি অনলাইন কে দেওয়া তার সাহসী উক্তিটা ভালো লাগছে " চাকরী করলে ওএসডি হওয়া কোনো ব্যাপার না!" (y) (y) স্যালুট আপনাকে :) এ ধরণের কথা আপনার মুখ দিয়েই মানায় :)
আমরা সম্মানীত মানুষ কে অসম্মানীত করতে জানি ! আমরা স্রোতে গা ভাসানো মানুষরা এসব দেখি নাহ! বুঝি নাহ! :) আমরা শুধু মাত্র সমালোচনা শিখছি ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের ডাক্তারেরা মানুষের আস্হা হারায়েছেন; এতে ডাক্তাদের মান সন্মান নিয়ে টানাটানি হবেই হবে।

২| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৭

কালীদাস বলেছেন: নিজেও সরকারী চাকরি করি। তারপরও বলছি, কিছু উচ্চপদস্হ সরকারি লোক আছে, এরা নিজেদের নেহায়াত হরিদাস পাল বা বাদশাহ আলমগীরের হোমো লাভার মনে করে।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৯

শিখণ্ডী বলেছেন: আসলে ডাক্তার বুঝতে পারেননি ডিসি কাকে বলে। উনি হয়ত ভেবেছিলে ডিশ ক্লিনার :P

৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ডিসি কোন রাজনৈতিক পদ নয় হয়তো রাজনৈতিক সুপারিশ থাকতে পারে! তাই বলে এরা রাজনীতিবিদদের মত অর্ডার দেয়া শুরু করবে? আসলে আশকারা পেয়ে পেয়ে এখন সরকারী কর্মচারীরাও নিজেদের জমিদার ভাবা শুরু করেছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.