![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুমাইয়া কাজী। বিশ্ববিদ্যালয়ে পরার সময় প্রবল ইচ্ছে জাগে উদ্যোক্তা হওয়ার! বয়স তখন তো মাত্র ১৬! আর এ বয়সেই জিতে নেন ইনল্যান্ড অ্যাম্পায়ার (ক্যালিফোর্নিয়া) খেতাব। পরে এক প্রতিযোগিতায় ‘ডিস্টিংগুইশড ইয়াং উইমেন’-এ পাঁচজনের একজন হন। ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি হিউম্যান রাইটসের সেন্টারে কাজ করার সময় দলগতভাবে অংশ নিয়েছিলেন হাস স্কুল অব বিজনেস সিসকো অ্যান্ড ডিলোয়েটের ই-বিজনেস কেস প্রতিযোগিতায় এবং তার দল চ্যাম্পিয়ন হয়েছিল। বয়স কিন্তু ছিলো মাত্র ১৬!!
ব্রিটিশ কিশোর অ্যাডাম কাডওর্থ ইবে থেকে একটা ক্যামেরা কেনেন। সাথে মাত্র ৪০ ঘণ্টা সময় এবং ৬০০ ডলার খরচ করে উনি তৈরি করেন স্পেস ক্যাম। উনি উনার ক্যানন এ৫৭০ ক্যামেরাটি একটি অন্তরিত বাক্সের মধ্যে রাখেন যার সাথে ছিলো রেডিও ট্রান্সমিটার, জিপিএস এবং মাইক্রোপ্রসেসর। সাথে একটা বেলুন জুড়ে দেন। এরপর এটাকে উড্ডয়ন করানোর মাধ্যমে ভূমি থেকে প্রায় ২০ মাইল ওপরে পাঠান এবং তুলে আনেন পৃথিবীর বক্রতার অদ্ভুত সুন্দর কিছু ছবি। উনার বয়স কত জানেন? মাত্র ১৯ বছর!!
ভারতের নবম শ্রেনীর ছাত্রী ভারিজা। কত মানুষের কত স্বপ্ন থাকে। ওর স্বপ্ন ছিলো স্বপ্ন আকাশ ছোঁয়ার। সবে মাত্র ১৬ বছরে পড়েছেন। বাইকের লাইসেন্স পেতেই এখনও ২ বছরের অপেক্ষা। কিন্তু আর তাই তো ড্রাভিং লাইসেন্স নয়, তার মূল লক্ষ্য ছিল ফ্লায়িং লাইসেন্স পাওয়া। মাত্র ১৬ বছর বয়সে বিমান উড়িয়ে রেকর্ড গড়লেন।
১৯ বছরের বৃটিশ কিশোর টম ডেইভিস সাইকেল চালিয়ে করেন বিশ্বভ্রমণের বিশবরেকর্ড! দীর্ঘ ৬ মাস ধরে সাইকেল চালিয়েছেন তিনি।বিস্ময়করভাবে, সাইকেল চালিয়ে বিশ্বের ৩০,০০০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন তিনি।করেন সবচেয়ে কম বয়সে সাইকেলে বিশ্বভ্রমণের বিশ্বরেকর্ড।
এই দেখেন আপনার প্রিয় ফুটবলার, মেসি মাত্র ২২ বছর বয়সে ফিফা বর্ষসেরা ফুটবলার হন। ২২ বছরে বর্ষসেরা ফুটবলার!!
আচ্ছা সব বাদ দেন!
বাড়ির পাশেই,
চট্টগ্রামের বিস্ময় বালক তারিক আমিন চৌধুরী। বয়সটা ১৬ এর কাছাকাছি, এসএসসি পরীক্ষার্থী।সর্বত্রে যাকে নিয়ে আলোচনা নাম তার তারিক আমিন চৌধুরী।ও আবিষ্কার করে মন দ্বারা নিয়ন্ত্রণ করা যায় এমন যন্ত্র, উচ্চ ক্ষমতাসম্পন্ন রোবট।এখানেই শেষ নয়! প্রযুক্তির সহায়তায় একটি বাল্বকে বহুমুখী ব্যবহারে রূপ দেওয়ার চেষ্টা-হয়তো বাংলাদেশে এর আগে কেউ করে দেখাতে পারেনি। আমরা যেই ‘স্মার্ট বাল্ব’ এর কথা জানি সেটা সেই উদ্ভাবন করেছ! এ বাল্বটি বৈদ্যুতিক সংযোগ ছাড়াই তিন ঘণ্টা আলো দিতে সক্ষম। তারিক জানান,অনেক ধরণের সেন্সর ব্যবহারের মাধ্যমে বাল্বটিকে তারা উন্নত পর্যায়ে রূপ দিয়েছে। এর মধ্যে MQ2 (গ্যাস সেন্সর), LDR (আলোর পরিমাণ নির্ণয়), PIR (তাপমাত্রা-আদ্রতা নির্ণয়ক) সহ নানা সেন্সর স্থাপন করেছে বাল্বের অভ্যন্তরে। ব্লুটুথ ও ওয়াইফাইয়ের মাধ্যমে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে এই বাল্বকে।
১৬... ১৭... ১৮... ১৯ বছরে বিশ্ব জয় করে ফেলছে মানুষ! আর আপনি পাশের মানুষের মনিই জয় করছেন না! আপনি ঘুমাচ্ছেন আর ভাবছেন আমার দারা কিচ্ছু হবে না! এই ধরেন পড়ালেখা করছেন একটা চাকরী করবেন বিয়ে করবেন! এই তো! সুন্দর সাধারণ চিন্তা আপনার! ভেবে দেখুন আর আট দশটা মানুষের থেকে আলাদা হতে ইচ্ছে করে না??
আপনিও বিশ্ব জয় করতে পারেন। আপনার ভিতর আছে কোন এক প্রতিভা। একবার এক স্যার বলছিলো আমাকে," মেসি ফুটবল খেলতে পারে সে সেই প্রতিভা দিয়েই বিশ্ব জয় করছে। তুমি কি পারো ? বলি নাই অনেক অনেক পড়ালেখা করো। আমি বলছি তুমি যা পারো তাই দিয়েই তুমি তোমার সেরাটা দাও! মেসি পারলে তুমি পারবে না কেন?" কথাটা চরম ধাক্কা দিয়েছিলো!
একটু কিছু করুন! এই ঘুমিয়ে/ মুভি দেখে/ ফেসবুক ব্রাউজ করে আর কত??
দেখেন আপনার আশেপাশেই কেউ দেশকে পরিচ্ছন্ন করছে/কেউ পথশিশুদের আলোকিত করছে/ কেউ রাস্তার মানুষকে ভবিষত নিশ্চিত করছে! এইটুকু অন্তত পারবেন ।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: হুম।