নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত মূর্খ লেখক।

আশরাফুল আলম আশিক

আশরাফুল আলম আশিক › বিস্তারিত পোস্টঃ

কাব্য পিপাসা

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৫৩

কাব্যের পিপাসায় অভুক্ত আমি,
লিখতে কি দিবে একটি কবিতা?
আজও রাতটি জেগে থাকি
একটি কবিতা লিখবো বলে।
শুধুই তোমাকে নিয়ে কিংবা
আমার তোমার এলোমেলো
আর ছন্নছাড়া সব গল্প নিয়ে।

লিখতে কি দিবে আবার কবিতা?
কত দিন ভিজেছি বারান্দার রেলিং ধরে
আর কখনো বা হেটেছি,
শীতের সকালে খালি দো"পায়ে।
কখনো বা আমি পুর্ণিমায় চাঁদের দিকে তাকিয়ে ছিলাম।
ওই চাঁদের দিকে তাকিয়ে
মহাকবিরা লিখে ফেলছে কত কবিতা।

কিন্তু বিশ্বাস করো,
আমি দুটো লাইনও লিখতে পারছি না
শুধুই তোমার জন্য।
তোমার আমার সম্পর্ক ধোঁয়াটে।
আমাদের দূরত্বও অনেক
আবার মাঝেসাঝে,
কাছে আসলেও কথা হয় না।
কখনো দূর থেকেই তোমার
খিলখিল হাসি শুনতে পাই।
বলো তো,
এতো দূরে থাকলে কি ভালো কবিতা লেখা যায়!
এবার না হয় একটু কাছে এসো,
শুধুমাত্র একটি কবিতা লিখতে দাও।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৪৯

চাঁদগাজী বলেছেন:


পিপাসায় "অভুক্ত"? কোথায় যেন গরমিল!

২| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৩

কাওসার চৌধুরী বলেছেন:


কাব্যের পিপাসা। আবার অভূক্ত। ছন্দটা ভাল লেগেছে।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কাব্যের পিপাসা মিটে যাক।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৯

খায়রুল আহসান বলেছেন: "পিপাসায় "অভুক্ত"? কোথায় যেন গরমিল!" - প্রথম মন্তব্যটাতেই চাঁদগাজী গরমিলটা ঠিকই ধরে ফেলেছেন! "অভুক্ত" কে "তৃষ্ণার্ত" করে দিন, সব ঠিক হয়ে যাবে।
আরো লিখুন। শুভকামনা---

৫| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: আর একটু গুছিয়ে লিখলে বেশ হতো।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৯

সোহাগ তানভীর সাকিব বলেছেন: দারুন লিখেছেন।

৭| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা লেখার জন্য কিন্তু দূরে থাকাটাই ভালো। কাছে এলে কবিতা তেমন না-ও বেরুতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.