![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধূসর চোখে তাকিয়ে দেখি পৃথিবী।প্রচণ্ড ভিড়ের মাঝে মিশে গিয়ে বুঝতে চেষ্টা করি ব্যস্ততার গোপন রহস্য।হকারের চোখে অন্বেষণ করি জীবন সংগ্রামের শিল্পরূপ! facebook.com/Tirondaaz © ব্যতিক্রমী
গতকাল বিকেলে আমার এক বন্ধুকে নিয়ে ঢাকা'তে প্রথমবারের মতো হারাতে চেয়েছিলাম! মানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়িয়েছিলাম। বিজয় সরণী মোর পার হয়ে নভোথিয়েটারের কাছে যেতেই চমকে উঠলাম!!! গত কিছুদিন আগেও যেটির নাম ছিল "ভাসানী নভোথিয়েটার" কাল দেখলাম সেটার নাম হয়ে গেছে "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার"!!! তখন আমার বন্ধুটি বলল- একটু আগেই তোর "সীমাবদ্ধতা" কবিতাটি পড়লাম, আর এখানেই এর বাস্তব প্রয়োগ!!! তখন আমি ওকে বললাম- ভাসানী কি এ দেশের নির্যাতিত মানুষের জন্য কিছই করেনি? উত্তরে ও বলল- হয়তো বা তাই, তা না হলে নাম পাল্টাতে হবে কেনো? নিশ্চয় কোনো অবদান নেই ভাসানীর! তখন আমি ওকে বললাম- দেশ তো ডিজিটালের দিকে এগুচ্ছে, তাই এমনটি হওয়া অস্বাভাবিক কিছু নয়!
"সময় এসেছে আজ
সব পাল্টে দেবার।
সবকিছুকে রঙিন করে সাজাবার;
বিশ্বাস না হয় তো গিয়ে দেখতে পারো।"
কখন যে আমাদের নিজের নামটাই পরিবর্তন হয়ে যায় এর নিশ্চয়তা কি???
৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:২৪
ব্যতিক্রমী বলেছেন: হায়!!!!!!!!
২| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:১৩
কুয়াশায় ডাকা বলেছেন: এইটা তো পুরান খবর... আমার ক্ষমতা থাকলে আমি বাংলাদেশ এর নামই বদলাইয়া উনার নামে রাখতাম... হুম
৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:২৫
ব্যতিক্রমী বলেছেন: তাই?
৩| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:১৫
আন্ধার রাত বলেছেন: হায়রে কমবখ্ত মানসিকতা!
৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:২৬
ব্যতিক্রমী বলেছেন: হয়!! হায়!! হায়!!
৪| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:১৬
বজ্রাহত বলেছেন: কমবখত মানসিকতা!
Click This Link
৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:২৭
ব্যতিক্রমী বলেছেন: পড়লাম। কারো কারে গায়ে আগুন........
৫| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:১৬
সিটিজি৪বিডি বলেছেন: ভাসানীকে অপমান করা হয়েছে। প্রবাসে নিজ দেশের পরিচয় দিতে ও লজ্জা লাগে। দেশটা চোর-বাটপারে ভরে গেছে।
৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:২৮
ব্যতিক্রমী বলেছেন: আসলেই তাই। দলীয় সংকীর্ণতায় আমরা নিমজ্জিত।
৬| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:১৭
ভিন্ন চিন্তা বলেছেন: আপনী কি সত্য বলছেন?
আজ কিন্তু ১ এপ্রিল নয়!!!!!!!!!!!!
৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:২৯
ব্যতিক্রমী বলেছেন: চাইলে দেখে আসতে পারেন। হ্যাঁ..........
৭| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:১৮
সুইট ভাই বলেছেন: প্রতি ৫ বছরে ঠিক এভাবেই আমরা ৫বছর পিছিয়ে যাচ্ছি।
৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:৩০
ব্যতিক্রমী বলেছেন: চোখকে বলি চোখ বুজে তুই থাক..........
৮| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:২১
রোহান বলেছেন: ঐডার নাম আসলে বঙ্গবন্ধু নভো থিয়েটারই ছিলো। আগের আম্লীগ আমলে পত্রিকা পড়লে তো পুরা প্লানের খোজ খবর থাকার কথা।
বিনপী আইসা পরথমে কাম বন্ধ কইরা রাখলো। পরে প্লান বদলাইয়া নাম বদলাইয়া ভাসানীর নামে তড়িঘড়ি করে আধা প্লানের নভো থিয়েটার উদ্বোধন কইরা দিলো...
আম্লীগ আইসা কেবল বিনপীর অবৈধভাবে পূন: নামকরণ বাতিল কর্ছে
৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:৩৩
ব্যতিক্রমী বলেছেন: এতে কি আমাদরে সম্মান বাড়লো? দু'দলের কালচার ই তো এক। পর্থক্য কোথায়?
বঙ্গবন্ধুর নামে তো আরে আছে......... ভাসানীর নাম দেয়ায় দোষের কি?
তাছাড়া কাজী নজরুল; রবীন্দ্রনাথের নামও তো দেয়া যেতে পারতো।
৯| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:২২
সাইলেন্সার বলেছেন:
সম্ভবত: এই নভোথিয়েটারের নাম প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামেই ছিল।
জোট সরকার ক্ষমতায় এসে নাম পরিবর্তন করে।
৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:৩৪
ব্যতিক্রমী বলেছেন: চোখকে বলি চোখ বুজে তুই থাক..........
১০| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:২৪
ব্যতিক্রমী বলেছেন: যাই হোক। আমি তাহলে সফল। একটা মাইনাস যে পাইসি।
১১| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:২৭
অমাবশ্যার চাঁদ বলেছেন: এ আর নতুন কি? তবে আমি এই কালচার টা ঘৃণা করি।
৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:৪৩
ব্যতিক্রমী বলেছেন: এতমত।
১২| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:৩৩
রোহান বলেছেন: দলীয় সংকীর্ণতায় আমরা নিমজ্জিত
গিয়ানি কতা... তয় গিয়ানের কতা কওনের আগে এড্ডু গিয়ানি হইলে ভালো হইতো ব্যাতিক্রম ভাইয়ে কি ঢাকায় নোটুন
৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:৩৯
ব্যতিক্রমী বলেছেন: হ্যাঁ ভাই। নতুনই বলতে পারেন। মূর্খ দেইখাই বলঘ পইড়া ঘীয়াণী অর্ঝণ চাই। কিন্তু কোনো দলের চামচা হইবার চাইনা।
১৩| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:৩৫
জুল ভার্ন বলেছেন: নাম বদলের নাটের গুরু কিন্তু আওয়ামীলীগ। পিজি হাসপাতালের নাম পরিবর্তন করেই কিন্তু বংগবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছিল-আওয়ামেলীগ সরকার।
৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:৪১
ব্যতিক্রমী বলেছেন: চোখকে বলি চোখ বুজে তুই থাক.........
সত্য কথা পেটের মধ্যেই রাখ.......
১৪| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:৩৬
রোহান বলেছেন: ঐ নভো থিয়েটারের পুরা পিলান (অরিজিনাল ডা) পইড়া আইয়েন তাইলেই বুজবেন কেনো বঙ্গবন্ধু নাম দিসিলো
পরে যখন বিনপী নাম পাল্টাইছে তখন পরতিবাদ কেউ করলেন না আপচুষ... আর নভোথিয়েটারে পুরা প্লান বদলায়া খালি সায়েন্স পার্ট যখন রাখছিলো তখন কোনো বিজ্ঞানীর নামেই রাখতে পারতো। নভোথিয়েটারের লগে নজরুল, ভাষানী কেমনে চলে
১৫| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:৩৮
বাঙ্গাল বলেছেন: চলছে চলুক, যখন যার মুল্লুক
নিন্দুকের মুখে চুন, সিন্দুকে ভরা নুন।
৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:৪২
ব্যতিক্রমী বলেছেন: চোখকে বলি চোখ বুজে তুই থাক.........
১৬| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:৪৫
বজ্রাহত বলেছেন: @লেখক,
ইতোমধ্যে বুঝে গেছেন নিশ্চয়ই। কিছু কিছু গোঁয়ার জ্ঞানী রয়েছেন যারা সমস্যার মূল নিয়ে না কথা বলে সেটা তাদের ভুয়া ইগো দিয়ে বিবেচনা করছে!
৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:৫২
ব্যতিক্রমী বলেছেন: হ্যাঁ, ওরা যে কারা তা জানি।
চোখকে বলি চোখ বুঁজে তুই থাক.........
সুন্দর প্রকৃতি আছে, তা দেখ রে মন। এইসব দেইখ না........
১৭| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:৫০
গুপ্ত-ঘাতক বলেছেন: এখানেও তো দেখি রাজনীতি শুরু হইছে। লখককে এখানে বাটে ফেলার জন্য তো দেখছি কিছু লোক রেডি।.........
৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:৫৯
ব্যতিক্রমী বলেছেন: আপনিও তাইলে রেডি হোন। বন্দুক, রাম দা নিয়া আসেন।
১৮| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:৫১
বজ্রাহত বলেছেন: বিএনপি-জামাত যদি কুত্তা হয়, আর আওয়ামী লীগও কুত্তীয় যদি কাজ করে তাহলে তাদের মাঝে পার্থক্য কী?
আবার আওয়ামী লীগ যদি কুত্তা হয় আর বিএনপি-জামাতও যদি কুত্তীয় কাজ করে তাহলে তাদের মাঝে কী পার্থক্য?
আর কুকুরদের যাহারা সাপোর্ট করে তাহারা তাহলে কী?
লেখকের মন্তব্য আশা করছি!
৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:৫৭
ব্যতিক্রমী বলেছেন: পাপ যে করে সে পাপী, আর যে শেখায় সে মহাপাপী।
যুদ্ধাপরাধীদের যারা সাপোর্ট করে তারাও যুদ্ধাপরাধী।
তাই এই অন্যায় কে যারা প্রশ্রয় দেয় তারাও কুত্তা। তা সেই কাজ করুক আ.লীগ বা বি.পি।
১৯| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:৫৪
ব্যতিক্রমী বলেছেন: তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইবনা কেন? হায়রে দালালি........
২০| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:৫৬
রোহান বলেছেন: হ লেখকের মন্তব্য আশা করছি
অট: ঠাডাহত ভাইডি কি ভুটার আছিলেন নি? না ভুট দিসিলেন নি?
২১| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ২:০০
মোহাম্মদ দানেশ বলেছেন: আসলে আমরা ভেজাল খাইতে খাইতে এখন খাটি জিনিষ দেখলে ভেজাল মনে হয় । আর মিথ্যা / ভূয়া তথ্য শুনতে শুনতে এখন সঠিক তথ্য শুনলে কোন প্রকার চিন্তা ভাবনা না করে সেটাকেই বরং মিথ্যা / ভূয়া তথ্য মনে করি । "ভাসানী নভোথিয়েটার" এর প্রকৃত নাম ছিল "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার" বিএনপি ক্ষমতায় এসে এটির নাম পরিবর্তন করে কৌশলে নতুন নাম রাখে "ভাসানী নভোথিয়েটার"।
তাদের নাম পরিবর্তনের ইতিহাস এখানেই শেষ নয় !!
"বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র" এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখে " চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র" !! কত সুন্দর নিরপেক্ষ সিদ্ধান্ত ! প্রসংশা যোগ্য !!!
৩০ শে জুন, ২০০৯ দুপুর ২:০৫
ব্যতিক্রমী বলেছেন: এই নাম বদলের ঘৃণ্য কালচারের বিপক্ষে আমিও একমত। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
২২| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ২:০০
বজ্রাহত বলেছেন: দালাল কে তাতো চেনাই যায়। কোনো কিছু ধরের টানাটানি কাড়াকাড়ি করার স্বাভাব দালালদেরই থাকে!
[বি:দ্র: পার্সপোর্ট করতে যাইয়া দালালরে চিনছি ভালো কইরা..]
৩০ শে জুন, ২০০৯ দুপুর ২:১০
ব্যতিক্রমী বলেছেন: আসলেই তাই। নির্বাচনের আগে..........
২৩| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ২:০১
তানহা তাবাসসুম বলেছেন: একজন সুখীমানুষ বলেছেন: হায়রে বাংলাদেশ!!
৩০ শে জুন, ২০০৯ দুপুর ২:১১
ব্যতিক্রমী বলেছেন: সমৃদ্ধ বাংলাদেশ চাই। দলাদলি চাইনা।
২৪| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ২:০৪
ওমর হাসান আল জাহিদ বলেছেন: আপনি ব্যাপারটি অতি সরলীকরণ করে ফেলেছেন।
ভাসানী থিয়েটারের পূর্বনাম ছিল 'বঙ্গবন্ধু নভোথিয়েটার'। এটি তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। কিন্তু বিএনপি এসে প্রকল্পটি স্থগিত করে দেয়। আওয়ামী লীগ সরকার কর্তৃক প্রণীত প্রকল্পটিকে স্থগিত করে দিয়ে সংশোধিত প্রকল্প গ্রহণ করে এবং নামকরণ করে 'ভাসানী নভোথিয়েটার'। এক্ষেত্রে একটি বিষয় কিন্তু লক্ষ্য করতে হবে। বিএনপি সরকার কিন্তু ভাসানী নভোথিয়েটার নামকরণ করেছে 'বঙ্গবন্ধু নভোথিয়েটার' নামটির প্রতি বিদ্বেষ নিয়ে; মোটেই ভাসানীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নয়। যাই হোক, তারপরও এখন যেহেতু এটি ভাসানী নভোথিয়েটার নামেই বেশি পরিচিতি পেয়েছে, সেহেতু আমি মনে করি যে, এটির পুনরায় নাম পরিবর্তনের দরকার ছিল না।
৩০ শে জুন, ২০০৯ দুপুর ২:০৮
ব্যতিক্রমী বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জাহিদ ভাই।
২৫| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ২:০৪
বজ্রাহত বলেছেন: দালালদের কাছে এই বাণী অচল:
"তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম ইইবোনা কেন!"
৩০ শে জুন, ২০০৯ দুপুর ২:১৩
ব্যতিক্রমী বলেছেন: "যে বিনীদ্র সে স্বপ্ন দেখতে পারে না।"
(আবু জাফর ওবায়দুল্লাহ)
২৬| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ২:১৯
রোহান বলেছেন: @ দানেশ ও জাহিদ : একমত। চমৎকার কমেন্ট
@ ঠাডাহত: বললেন না আপনি ভুটার আছিলেন নি? কাউকে ভোর দিছিলেন নাকি?
@ লেখক: পাপ যে করে সে পাপী, আর যে শেখায় সে মহাপাপী।
যুদ্ধাপরাধীদের যারা সাপোর্ট করে তারাও যুদ্ধাপরাধী। চমৎকার বলেছেন
২৭| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ২:১৯
রোহান বলেছেন: @ দানেশ ও জাহিদ : একমত। চমৎকার কমেন্ট
@ ঠাডাহত: বললেন না আপনি ভুটার আছিলেন নি? কাউকে ভোট দিছিলেন নাকি?
@ লেখক: পাপ যে করে সে পাপী, আর যে শেখায় সে মহাপাপী।
যুদ্ধাপরাধীদের যারা সাপোর্ট করে তারাও যুদ্ধাপরাধী। চমৎকার বলেছেন
২৮| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ২:৪০
একজন সুখীমানুষ বলেছেন: এই ধরনের পোষ্টও দেখছি শ্রেনীবিভাগ বুঝতে সাহায্য করছে। ভালোই।
Click This Link
দেখেনতো কে কোন শ্রেনীতে পড়লো?
৩০ শে জুন, ২০০৯ দুপুর ২:৪৮
ব্যতিক্রমী বলেছেন: দেখেছি রে ভাই.............
বলগাররা যেই গুরুপে দেয় সেইটাই মানতে অইব।
আমরার কিছু করার নাই।
আ.লীগের দোষ কইলে বিএনপি,জামাত আর বিএনপি জামাত এর দোষ কইলে আ.লীগ।
আমরা কোন পথে যাইতাম.............
২৯| ৩০ শে জুন, ২০০৯ বিকাল ৩:১২
মুহসিন বলেছেন: আসলে নাম পরিবর্তন কিছুইনা। এটা হলো বিএনপি ও আওয়ামী আমলে নাম নিয়ে জাতিকে বিভক্ত করার কৌশল।
জাতিকে বিভক্ত করতে পারাই হলো এখানে রাজনীতির খেলা। এই খেলা যে কোন দলই খেলতে পারে, এবং খেলছেও।
দেখবেন আওয়ামী বিএনপি মূল নেতারা ভেতরে ভেতরে গলায় গলায় ভাব। যা কাজিয়া শুধু সংসদে আর প্রচার-পাবলিসিটিতে।
সংসদে যারা নেতা, অনেকেই শুধু টাকার জোরে সংসদে বসেছে। অনেকেরই দেশপ্রেম নিয়ে বিতর্কের অবকাশ আছে।
আমাদের দরকার সংসদে এমন নেতা যারা দেশকে জাতিকে দ্বিধাবিভক্ত করে নয়, ঐক্যবদ্ধ করে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন-- যাদের কাছে দেশ বড়, তুচ্ছ নামাংকন নয়।
৩০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১২
ব্যতিক্রমী বলেছেন: চরম সত্য কথা।
৩০| ০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১:৪১
লুথা বলেছেন:
সবার উপরে মুজিব সত্যি,
মুজিবের উপরে কেও নাই...
দেশের নাম বদলায়ে "মুজিব নগর" নাইলে "বঙ্গবন্ধুদেশ" রাখা হোক...
০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:২১
ব্যতিক্রমী বলেছেন: সরি লুথা, আপনার এই কথাটা মানতে পারলাম না। মুজিবের ওপর যে কিছু নেই তা ঠিক না। তবে বাংলাদেশের ইতিহাসে মুজিবের ওপর যে কেউ আছে তা প্রতিষ্ঠিত করা কতটুকু যৌক্তিক? কতটুকু অবিমৃষ্যকারিতা?
এখন আওয়ামী লীগ সবকিছুতে মুজিবের নাম লাগিয়ে প্রকৃতপক্ষে তাঁকে ছোট করছে। কোনো কিছুতেই মুজিবের নাম লাগানোর প্রয়োজন নেই। তিনি হলেন বাংলার অবিসংবাদিত নেতা। বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর নাম লাগিয়ে মূলত তাকে অন্যান্য তথাকথিত দেশপ্রেমিকদের সমান করা হচ্ছে। যা একশ্রেণীর আবালীয় আওয়ামী লীগারদের চামচামি বৈ কিছুই নয়।
ধন্যবাদ।
৩১| ০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১:৫৫
সরকার সেলিম বলেছেন: বলার কি আছে? জনগন তো নাম বদলের জন্যই ভুট দেয় তাই না!! দিন বদল করতে হলে আগে তো সবকিছুই বডল করতে হবে তারপরেই না শুরু হবে আসল বডল!
আপনারা ভাই মানুষ খুব খারাপ নিজে তো আর বডলাবে না। তারা বদলাতে চাইলে তাও দিবেন না।
০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:০৬
ব্যতিক্রমী বলেছেন: হা হা হা..............
৩২| ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৫
সীমন্ত ইসলাম বলেছেন: বগুড়ায় একটা হাসপাতাল আছে। মোহাম্মদ আলী হাসপাতাল। এই হাসপাতালটা মোহাম্মদ আলীর নামটাকে বাঁচিয়ে রেখেছে কিছুটা। হাসপাতালের এই নাম না থাকলে মোহাম্মদ আলীর নাম জানতামই না হয়তো।
আওয়ামী লীগ কি বঙ্গবন্ধুরও মোহাম্মদ আলীর মতো ভবিষ্যৎ হতে পারে বলে সন্দেহ করে? তা নাহলে নামকরনের ব্যপারটা এতো গুরুত্বপূর্ণ কেন তাদের কাছে?
আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নামকে এতোটা ছোট করছে কেন? যেখানে সেখানে তাঁর নাম জুড়ছে। বঙ্গবন্ধু কি এতোটাই ফেলনা যে তাকে হাসপাতাল (পিজি), নভোথিয়েটার, ব্রীজ(যমুনা), ষ্টেশান(সায়েদাবাদ বা ইসলামাবাদ রেল ষ্টেশান) এগুলোর নামের সাথে জুড়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হবে?
০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৮
ব্যতিক্রমী বলেছেন: আমারও তো প্রশ্ন একই!!! ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
হাজী মুহাম্মদ মুহসীন, তিতুমীর তাঁদের নাম এখানে সখানে না থাকার কারণে তাঁরা কি হারিয়ে গেছেন?
আর এই প্রশ্নগুলির জবাব কেবল দালালরাই জানে।
৩৩| ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:০২
সীমন্ত ইসলাম বলেছেন: ইসলামাবাদ নয়, ইব্রাহীমাবাদ হবে।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:০৯
একজন সুখীমানুষ বলেছেন: হায়রে বাংলাদেশ!!