নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাচ্চা গুড় আন্ধারে মিঠা

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে ওঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

ব্যতিক্রমী

ধূসর চোখে তাকিয়ে দেখি পৃথিবী।প্রচণ্ড ভিড়ের মাঝে মিশে গিয়ে বুঝতে চেষ্টা করি ব্যস্ততার গোপন রহস্য।হকারের চোখে অন্বেষণ করি জীবন সংগ্রামের শিল্পরূপ! facebook.com/Tirondaaz © ব্যতিক্রমী

ব্যতিক্রমী › বিস্তারিত পোস্টঃ

জ্বরাক্রান্ত এই আমার কিছু দুঃখময় প‌্রলাপ

০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:২০

আজ পাঁচদিন যাবৎ জ্বরে ভুগছি। শরীর খুব কাহিল হয়ে পড়েছে। প্রচন্ড দুর্বল। বিছানা থেকে উঠতেই পারি না। ভোঁ ভোঁ করে মাথা ঘোরে। কিচ্ছু খেতে পারিনা। খাবোই বা কোথা থেকে। এই রুঢ় বাস্তবতার শহরে কেইবা কার জন্য এতটুকু করে!! সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। মানুষগুলো ভয়ানক রকমের নির্লিপ্ত। সারারাত বিছানায় শুয়ে ছটফট করলেও কেউ জিজ্ঞেসও করেনা, এই তোমার কি হলো? না শোনার ভাণ করে পাশ ফিরে শুয়ে থাকে। মাঝে মাঝে ওদের অস্বস্তি সূচক শব্দ দুঃখবোধ আরও বাড়িয়ে তোলে। শুধু মায়ের কথা মনে পড়ে। মাকে জড়িয়ে ধরে বসে থাকতে ইচ্ছে করে। মায়ের স্নেহ বড্ড বেশি অনুভব করি। মনে মনে ভাবি এই অবস্থায় মমতাময়ী আমাকে কী যত্নটাই না করত। থাকতে না পেরে ফোনে মাকে অসুস্থতার কথা বলে ফেলি। এতে মা কী কান্নাটাই না করলো। মায়ের কান্না শুনে আমার আরও বেশি খারাপ লেগেছে।



বিছানায় শুয়ে থাকতে আমার আর ভাল্লাগছেনা। এভাবে শুয়ে থাকলে বেডসোর হতে কতক্ষণ। সবচেয়ে বড় সমস্যা হলে কিছুই খেতে পারিনা। ইচ্ছে হচ্ছে এক্ষুণি মা'র কাছে ছুটে যাই। কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে কি করে যাই। আমি জানি মায়ের ছোঁয়া পেলেই ভালো হয়ে যাব। শুধু একটু সুস্থতার অপেক্ষা।



সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে তাড়াতাড়ি ফিরে আসতে পারি।



জ্বরের ঘোরে প্রলাপ বকে আপনাদেরকে বিরক্ত করার জন্য দুঃখ প্রকাশ করছি।



সবাই জন্য শুভ কামনা।

মন্তব্য ১০ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৩

মাহিরাহি বলেছেন: দোয়া করি আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ্য করে তোলেন

২| ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৪

মাহিরাহি বলেছেন: আনারস খেয়ে দেখতে পারেন ভাল লাগবে আর জ্বর বেশি হলে একসাথে দুইটা নাপা

৩| ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৬

ফারা তন্বী বলেছেন: সূস্থ হয়ে উঠুন মন থেকে দোয়া করছি। আমার ৩ দিন ধরে জ্বর। আপনার লেখা পড়ে মায়ের আদরের স্বাদ টুকু তিতা লাগছে।

৪| ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৮

হাসান মাহবুব বলেছেন: আমারো কয়েকদিন আগে জ্বর হৈছিলো। খুব কষ্ট লাগসে। গেট ওয়েল সুন।

৫| ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৯

সুরঞ্জনা বলেছেন: মা এর চেয়ে আপন কেউ নেই। আ সত্যি কথাটি আমরা যখন কষ্ট পাই,
তখন মনে হয়। তারপর কিন্তু ভুলে যাই।

আপনার জন্য দোয়া রইলো।

৬| ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫৪

ত্রিশোনকু বলেছেন: Get well soon.

৭| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩২

তাজা কলম বলেছেন:
শ্রীঘ্রই সুস্থ হয়ে ওঠো, এ প্রার্থনাই করছি।

৮| ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৮:৪৩

আকাশ_পাগলা বলেছেন: দুয়ায় রইল। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো।

৯| ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:১২

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: জ্বর কি সেরেছে, আশু?

১০| ২৯ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭

জনৈক আরাফাত বলেছেন: ঈদ মোবারক, আশরাফ ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.