![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
শীতের সকাল। গাছ ভর্তি অতিথি পাখি। ভোলাগজ্ঞ রোড।
সূর্যোদয়...
সকালটা অনেক সুন্দর...
আমাদের সফর সঙ্গী...
দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দু পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু
কৃষকের পাকা ধান সংগ্রহ:
গ্যাস ফিল্ডের বার্নার, গোলাপগঞ্জ রোড
মাঝি বিহীন নৌকা:
এই লোহার ব্রিজটি পার হলেই নোম্যানস জোন। তারপর ভারত, ১০০ হাতের ব্যবধান।
ছোট্ট পুকুর:
জুড়ির পথে পথে..
আমিনা খাতুন কলেজ, জুড়ী, মৌলভীবাজার
এই পথ যদি শেষ না হয়...
২৭ শে জুন, ২০২৫ রাত ৯:৩০
অপলক বলেছেন: সবুজ প্রকৃতির ছোয়া সবার ভাল লাগে... সিলেটের রুপ দেখতে হয় বর্ষার শেষে নয়ত বর্ষার আগে। প্লান করে সামনের সেপ্টেম্বর - অক্টোবরে বেরিয়ে পরুন।
২| ২৭ শে জুন, ২০২৫ রাত ৯:২৫
Akasher tara বলেছেন:
৩| ২৭ শে জুন, ২০২৫ রাত ৯:২৮
ওমর খাইয়াম বলেছেন:
সিলেট বেশ সুন্দর, এজন্য ওখানে অনেক জ্বীন থাকে?
২৭ শে জুন, ২০২৫ রাত ৯:৩৩
অপলক বলেছেন: জ্বীনরা মিষ্টি খুব পছন্দ করে। দু:খের বিষয় সিলেটে ভাল মিষ্টি পাওয়া যায় না। তাই ওরা এখন আপনার এলাকায় বসবাস শুরু করেছে। সাবধান !
৪| ২৭ শে জুন, ২০২৫ রাত ৯:২৯
Akasher tara বলেছেন: আমি প্রতিদিন বিকালে ঘুরতে যাই,এবং ছবি তুলি
২৭ শে জুন, ২০২৫ রাত ৯:৪২
অপলক বলেছেন: আপনার উচিত শ্রীমঙ্গল, জুড়ি, কুলাউড়া বা ব্রাক্ষ্মণবাজার এলাকায় চা বাগানের আশেপাশে বসবাস করা। দেশের ভেতরে একটুকরো দার্জেলিং বা স্বপ্নময় স্বর্গ মনে হবে। শুধু বিকেল নয়. সারাদিন রাত ঘুরতে ইচ্ছে করবে।
সমস্যা হল, সিলেটের চিকিৎসাসেবা অনেক পিছিয়ে। যোগাযোগ ব্যবস্থা সুবিধার না।
৫| ২৭ শে জুন, ২০২৫ রাত ৯:৩৬
Akasher tara বলেছেন: ওমর খাইয়াম বলেছেন:
সিলেট বেশ সুন্দর, এজন্য ওখানে অনেক জ্বীন থাকে?
সুন্দর জায়গাকি জ্বিনেরা বেশি পছন্দ করে?
আমি জানি জীনেরা বিরান -পতিত,কোনো মানুষের আনাগোনা হয়না,এমন জায়গা বেশি পছন্দ করে?
আপনি জ্বীনদেরকে দেখছেন,অথবা অনুভব করেছেন কখোনো?
২৭ শে জুন, ২০২৫ রাত ৯:৪৯
অপলক বলেছেন: আমি জ্বীনদের দেখিনি বা দেখা দিলেও বুঝিনি। তবে অনুভব করেছি। অনেককে অসুস্থ্য হতে দেখেছি চা বাগানে ঘুরতে গিয়ে বা জাফলং গিয়ে, মায়াবিনী ঝর্না বা মাধবকুন্ড ঝর্নাতে গিয়ে। বিভিন্ন চা বাগানে যেখানে গা ছমছম বেশি করে, সে সব জায়গায় দেখা যায় হিন্দুরা প্রতিমা মূর্তি স্থাপন করে রেখেছে। ব্যাপার গুলো দারুন।
ওমর খৈ আম বা ওমর মুড়ি কাডাল ভাই ভাল বলতে পারবেন।
৬| ২৭ শে জুন, ২০২৫ রাত ১০:০৬
ওমর খাইয়াম বলেছেন:
আমাদের এলাকায় অনেক মোল্লা ( হাট হাজারী মাদ্রাসার প্রভাব ) আছে; কিন্তু তারা খুব একটা বেকুব নন, আমি আমাদের এলাকায় কোন মওল্লা দেখিনি, যিনি বলেছেন যে, তিনি জ্বীন দেখেছেন। জ্বীন দেশ শুরু হয় নোয়াখালী থেকে উত্তর দিকে।
২৭ শে জুন, ২০২৫ রাত ১১:৪০
অপলক বলেছেন: আমি এ ব্যাপারে জানি না মশাই...
৭| ২৭ শে জুন, ২০২৫ রাত ১১:০৪
নতুন নকিব বলেছেন:
ওমর খাইয়ামই যে ব্লগ থেকে বিতাড়িত ধর্মবিদ্বেষী "ফারমার২", তা স্পষ্ট। কারণ, আপনার এই পোস্টেও সে পূর্বের মতোই জ্বীন বিষয়ে অপ্রাসঙ্গিক ও অযাচিত বিতর্ক সৃষ্টি করেছে।
২৭ শে জুন, ২০২৫ রাত ১১:৪০
অপলক বলেছেন: সে আমি আগেই আঁচ করতে পেরেছি। আপনার কথায় নিশ্চিত হলাম।
৮| ২৭ শে জুন, ২০২৫ রাত ১১:১১
নতুন নকিব বলেছেন:
জ্বীন বিষয়ে উদ্দেশ্যমূলক বিতর্ক সৃষ্টিকারীরা জানে, কুরআনে জ্বীনের অস্তিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে—এমনকি ‘সূরাহ আল-জ্বীন’ নামের একটি পূর্ণ সূরাও আছে। তাদের উদ্দেশ্য ঈমান-আকিদা বিনষ্টের অপচেষ্টা। আমরা এ ধরনের ধর্মবিদ্বেষের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
২৭ শে জুন, ২০২৫ রাত ১১:৪৭
অপলক বলেছেন: আমিও প্রতিবাদ জানাচ্ছি। তবে এই ধরনের খোঁচা দেবার মানুষ থাকতে আমরা অনেক আলোচনা করছি, নিজেদের জানার পরিধি বাড়াচ্ছি। সমস্যা হল ধৈর্য্যের বাঁধ কখনও কখনও ভেঙ্গে যায় আবোল তাবোল কথা শুনলে। ওনার মত মানুষরা কিন্তু কুরআন ও জ্বীন নিয়ে যথেষ্ট জ্ঞান রাখেন, তবুও অপচেষ্টা চালায়। মুক্ত মঞ্চে কেউ বেসুরো গান গাইলে মুখ বুজে শুনতেই হয়। কি আর করা...
আল্লাহ আমাদের ঈমান ঠিক রাখতে এবং ধৈর্য্যশীলদের একজন করতে সাহায্য করুন।
৯| ২৭ শে জুন, ২০২৫ রাত ১১:১৫
কাঁউটাল বলেছেন: ফারমার ছাঘল ফেরত আসছে !
২৭ শে জুন, ২০২৫ রাত ১১:৪৮
অপলক বলেছেন: কি জবাই দিলেন ভাই ... নতুন আক্বীকা দিয়ে নতুন নামে উনি হাজির।
১০| ২৭ শে জুন, ২০২৫ রাত ১১:২৩
Sulaiman hossain বলেছেন: ওমর খাইয়াম ছিলেন একজন বিখ্যাত দার্শনিক,বিজ্ঞানী,এবং সুফি।তাকে আবার অনেকে নাস্তিকও বলেছেন,তার কবিতার অর্থ বুজতে না পেরে।অথবা যেই কবিতাগুলোতে তিনি ধর্মবিদ্বেষী কথাবার্তা বলেছেন,সেইকথাগুলো আসলে অন্যকেউ তার নামে চালিয়ে দিয়েছিল।কারন তার বেশিরভাগ লেখনিতেই ধর্মীয় ভাবধারা গভীরভাবে ফুটে উঠেছিল।@ওমর খাইয়াম নিকটি দেখে,ওমর খাইয়াম সম্পর্কে কিছু বলতে ইচ্ছা হল।
আমরা জানি বিশ্ব বিখ্যাত দার্শনিক,এবং ইসমে আজম পর্যন্ত জেনে যাওয়া একজন লোক ছিল বালআম বাউরা।কুরআন মাজিদে আল্লাহ তায়ালা তার সম্পর্কে বলেছেন,সেও কিন্তু শয়তানের ধোকায় পরে বিপদগামী হয়েছিল।সুতরাং ওমর খৈয়াম বালআম বাউরার তুলনায় হয়ত কিছুইনা।ওমর খৈয়ামকেও হয়ত শয়তানধোকা দিয়ে বোকা বানিয়েছিল।
কিন্তু আমরা তাকে একজন মুসলিম,দার্শনিক এবং মনসূর হাল্লাজ ধরনের সুফি হিসেবেই চিনি।শত্রুরা তার নামে মিথ্যাচার রটিয়েছিল।পোস্টের সাথে অসামঞ্জস্য মন্তব্য করার জন্য ক্ষমাপ্রার্থী
২৭ শে জুন, ২০২৫ রাত ১১:৫৩
অপলক বলেছেন: এখানে ক্ষমা চাইবার কিছু নেই রে ভাই। আসলে আমি অনেকদিন সামুতে ঠিকমত সময় দেইনি। অনেক লেখকের ব্যাপারে অতীত নিয়ে জানি না।
তথ্য শেয়ার করবার জন্যে ধন্যবাদ।
২৭ শে জুন, ২০২৫ রাত ১১:৫৮
অপলক বলেছেন: https://hridoyeralo.blogspot.com/ এখানে পোস্টগুলো উড়াধুরা দেখলাম। ভালই তো। সময় করে একসময় পড়ব। সামুতে দিলে তো আরও ভাল হত।
১১| ২৮ শে জুন, ২০২৫ রাত ১২:২৩
Sulaiman hossain বলেছেন: ভাই https://hridoyeralo.blogspot.com/ এই ওয়েবসাইটে যা লিখেছি তা হলো আমার হৃদয়ের ব্যাথা,আপনার এগুলো পড়ার দরকার নেই,আপনার হৃদয়কে আমি ব্যথিত করতে চাইনা।সুধু শিরনামগুলো দেখে চলে আসবেন,পড়ার দরকার নেই।
২৮ শে জুন, ২০২৫ সকাল ৭:১৫
অপলক বলেছেন: হা হা হা... ঠিক আছে ব্রো...
১২| ২৮ শে জুন, ২০২৫ ভোর ৪:৪০
এইচ এন নার্গিস বলেছেন: ছবি সত্যি খুব সুন্দর ।
২৮ শে জুন, ২০২৫ সকাল ৭:১৫
অপলক বলেছেন: ধন্যবাদ।
১৩| ২৮ শে জুন, ২০২৫ সকাল ১০:৪২
নতুন নকিব বলেছেন:
আপনার এই পোস্টটি ব্লগের প্রথম পাতায় প্রদর্শিত হওয়ার সময় একটি বিষয় লক্ষ্য করা গেছে—পোস্টটি বেশ দীর্ঘ জায়গা জুড়ে ছিল। এর ফলে প্রথম পাতায় থাকা অন্যদের পোস্টগুলো দেখতে বা খুঁজে পেতে কিছু পাঠকের অসুবিধা হয়ে থাকতে পারে বলে মনে হয়েছে।
এই পরিস্থিতির কারণ ছিল, ধারাবাহিকভাবে একাধিক ছবি একসঙ্গে আপলোড করা, যার মাঝে কোনো টেক্সট ছিল না। এ ধরনের ক্ষেত্রে, প্রতিটি ছবি আপলোডের পরপর কিছু লেখা বা ব্যাখ্যামূলক টেক্সট যোগ করলে এমন সমস্যা এড়ানো সম্ভব।
আশা করি, আপনি বিষয়টি পরামর্শ হিসেবে গ্রহণ করবেন এবং মনে কষ্ট পাবেন না। ধন্যবাদ।
২৮ শে জুন, ২০২৫ সকাল ১০:৪৬
অপলক বলেছেন: খেয়াল করেছি। কিন্তু সলুউশন জানতাম না। পরামর্শের জন্যে ধন্যবাদ। পরবর্তীতে খেয়াল রাখব।
১৪| ২৮ শে জুন, ২০২৫ সকাল ১১:৪১
রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখলাম।
১৫| ২৮ শে জুন, ২০২৫ দুপুর ১:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ছবিগুলো সুন্দর হয়েছে।
সিলেটে বলফুল দোকানে ভালো মিষ্টি, বাখরখানি আর বিস্কুট পাওয়া যায়।
২৮ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯
অপলক বলেছেন: বনফল বা ফুলকলি, কোনটার মিষ্টি স্বাদের না। সত্যিকার মিষ্টি যদি কখনও খান, ঐ সব আটা রং মাখা আজাইরা মিষ্টিকে আর মিষ্টি বলতে চাইবেন না।
১৬| ২৮ শে জুন, ২০২৫ রাত ১১:২৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
সিলেট খুব সুন্দর এলাকা, দেখার মতো দেশ।
২৮ শে জুন, ২০২৫ রাত ১১:৫২
অপলক বলেছেন: জ্বি... অনেকটাই সুন্দর। তবে ঢাকার মানুষজনের ঢল নামাতে সিলেট তার সৌন্দর্য হারাতে বেসেছে। ঢাকার মানুষ যেখানেই যায়, সেখানে্ই নোংরা করে ফেলে, সেই জায়গার সৌন্দর্য খেয়ে ফেলে।
১৭| ২৯ শে জুন, ২০২৫ রাত ১২:২২
ঠাকুরমাহমুদ বলেছেন:
ঢাকার মানুষ যেখানেই যায়, সেখানে্ই নোংরা করে ফেলে, সেই জায়গার সৌন্দর্য খেয়ে ফেলে। - শতবাগ সঠিক বলেছেন। ঢাকার মানুষ হচ্ছে পঙ্গপাল। সমগ্র বাংলাদেশ থেকে ঢাকায় এসে ঢাকাবাসী হয়েছে।
২৯ শে জুন, ২০২৫ রাত ১২:৩১
অপলক বলেছেন: দেশের সবচেয়ে বেশি চোর, ডাকাত, ফেরারী আসামী, চাঁদাবাদ, খুনী, কিশোর গ্রুপ, রেপিস্ট, ধান্দবাজ, নষ্টা নারী পুরুষ, স্বীয় এলাকা থেকে বিতারিত মানুষ ঢাকায় থাকে।
এরা ঢাকা শহরকে তো নোংরা করেছেই, যেখানে পঙ্গপালের মত হানা দেয়, সেখানেই সব শেষ করে দেয়। এখন আর কক্সবাজার, কুয়াকাটা, জাফলং বা ট্যুরিস্ট স্পটগুলোতে যেতে ইচ্ছে করে না। ৮০% ঢাকা থেকে আসা লোক। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবে, নেশা করবে, অশ্লীল কাজ কাম করবে... অসহ্য।
১৮| ২৯ শে জুন, ২০২৫ রাত ১২:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনার সাথে সামান্য ঘটনা শেয়ার করছি। কিছুদিন আগে আমার এক আত্ময়ীর বাড়ি ময়মনসিংহ গিয়েছি রাতের ট্রেন হাওর এক্সপ্রেসে। হাওর এক্সপ্রেস রাতের ট্রেন সব যাত্রী রাতে ঘুমোবেন, শান্তিতে ভ্রমণ করবেন, নিজ নিজ ষ্টেশনে নেমে যাবেন। শেষ। - না শেষ না। ঢাকার যাত্রী প্রতিটি কামড়ায় আছেন যারা গ্রামের বাড়িতে যাচ্ছেন অথবা বেড়াতে যাচ্ছেন - আস্ত ট্রেন চিৎকার চেচামেচি! ভয়ানক চিৎকার আর গান করে করে আস্ত ট্রেন নরকে গুলজার অবস্থা করে দিলো, বিশ্রী অবস্থা।
আমি এক সময় প্রচুর ট্রেনে যাতায়ত করেছি এখন ট্রেনে যাতায়ত বন্ধ করে দিয়েছি পরিবেশের কারণে। ট্রেনে যাতায়াত করে পরের দিন বিশ্রাম নিতে হয়, কোনো কাজ করা সম্ভব হয় না।
২৯ শে জুন, ২০২৫ রাত ১:০৪
অপলক বলেছেন: আমারও এরকম বাজে অভিজ্ঞতা আছে। ঢাকায় যারা কয়েক বছর থাকছে, আধুনিকতার নামে উগ্র হয়ে যাচ্ছে। কমন সেন্স কমে গেছে...
১৯| ৩০ শে জুন, ২০২৫ সকাল ১১:৫১
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
২০| ৩০ শে জুন, ২০২৫ দুপুর ১২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
আমার এলাকা আমার অঞ্চল
আহা সিলেট হবিগঞ্জ এসব এলাকা যে কত সুন্দর মাশাআল্লাহ
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০২৫ রাত ৯:২২
Akasher tara বলেছেন: আপনার ছবিগুলো অনেক সুন্দর।চক্ষু শীতল হয়