![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিমাদ্রি খুব ভালো ছেলে। নিয়মিত কলেজ যায় ভালোমত পড়াশোনা করে। মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়াতে উচ্চমানের কাপড় পরিধান করা হত না তার। কলেজের এক মেয়েকে তার খুব ভালো লেগে যায়। মেয়েটির নাম হিমু দেখতে পরীর মত সুন্দর। হিমুর ও ছেলেটিকে খারাপ লাগে না। একদিন পড়ালেখার কোন বিষয় নিয়ে তাদের বন্ধুত্ব তৈরি হয়। এরপর চলে ফেসবুকিং, ফোনকল ইত্যাদি যেন তারা একমুহূর্ত আলাদা থাকতে পারে না। হিমাদ্রির হিমুর প্রতি দুর্বলতা বেড়ে যায়। কিন্তু হিমু তাকে কখনো বয়ফ্রেন্ড হিসেবে চিন্তা করে না। কারণ তার বিয়ে পরিবার থেকে ঠিক করা হয়ে গেছে। অতঃপর একদিন হিমাদ্রি হিমুকে প্রোপোজ করে আর হিমু হিমাদ্রিকে তার বিয়ের কথা বলে সাথে একটি থাপ্পরও ফ্রি দিয়ে দেয়। হিমাদ্রির চোখে যেন আর পানি থাকতে পারছে না। আজ তার পৃথিবীকে অনেক নিষ্ঠুর মনে হচ্ছে। তাই সে অন্য কিছু আর ভাবতে পারে না। তার মনে প্রশ্ন জেগে ওঠে যাকে আমি এত ভালোবাসলাম তাকেই যদি না পেলাম তাহলে বেচে থেকে লাভ কি? অতঃপর আত্মহত্যা। এটা হল আবেগ, এসব হতভাগাদের মনে এই কথাটিও আসে না যে, তার বাবা মা কত কষ্ট করে তাকে মানুষ করেছে, তাদেরকে তাকে দেখাশোনা করতে হবে, বাবা মা তার কাছ থেকে কি আশা করে?
©somewhere in net ltd.