![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে গণিতে বহুনির্বাচনির প্রচলন শুরু হয়েছে। আমরা জানি যে, গণিত একটি বিষয় যা খাতা এবং কলম ছাড়া কোনমতেই সমাধান করা সম্ভব নয়। কিন্তু এ ব্যবস্থায় শিক্ষার্থীদের একটি বহুনির্বাচনির উত্তর এক মিনিটে দিতে হয়। যা একটি পূর্ণ অংকও হতে পারে এটা একজন গণিতবিদের কাছেই শুধুমাত্র সম্ভব কোন প্রকার লেখা ছাড়া। হ্যা আপনারা হয়তো এ বিষয়ে অবগত আছেন যে বহুনির্বাচনি পরীক্ষায় কোথাও লেখা নিষেধ। এতে শিক্ষার্থীরা আবার বৈষম্যেরও স্বীকার হচ্ছে। একই পরীক্ষা কেন্দ্রের কিছু রুমে শিক্ষার্থীরা পরিক্ষাপত্রে লিখতে পারতেছে আবার অন্য রুমে লিখতে দেওয়া হচ্ছে না। এটা কেন? আমরা শিক্ষার্থীরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শিক্ষামন্ত্রীর দৃষ্টি আর্কষণ করছি যে, গণিত বহুনির্বাচনিতে রাফ করার সুযোগ দেওয়া হোক।
©somewhere in net ltd.