![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের বাকে বাকে হাজারো সমস্যা, কোন সময় মনে হয় আপন বলতে কেউ নেই আমার। একজন মানুষ তখনই বুঝতে পারে যে অনেকে তাকে মিস করে যখন সে চিরদিনের জন্য আখিঁ বুজবে। অনেক অবুজ কিশোর, যুবক আছেন যারা নিজের হতাশায় অন্ধ হয়ে গেছেন। কেউ হয়তো বেকারত্বের জন্য কেউ প্রেমিক বা প্রেমিকার জন্য তাই বেছে নেয় আত্মহত্যার পথ, তারা মনে করে এতে পরম শান্তি, বেচেঁ থাকার মত জায়গা তাদের জন্য নেই পৃথিবীতে। কিন্তু তারা তখন তাদের বাবা মার কথা মনে করে না, ভাবে না যে, মা কার মুখ চেয়ে বাকি জীবনটা কাটাবে, বাবা কার ওপর আশা করবে, বোনটা তাকে কতটা মিস করবে কাকে ভাইয়া বলে ডাকবে। আমি বলতে চাচ্ছি যে,"নিজের জন্য নাহয় বাচঁতে পারলাম না, বাবা মা ছোট্ট বোনটির জন্য বেচেঁ থাকি হয়তো বা কিছুটা কষ্ট হবে কিন্তু আপনার জন্য আপনার পরিবারের সদস্যগুলো বেচেঁ থাকার আশ্বাসটুকু তো পাবে।"
©somewhere in net ltd.